‘লাভলী ওয়াইফ’ তিশা

Post Iamge

Advertise

নুসরাত ইমরোজ তিশা সম্প্রতি ভিন্ন কাহিনীর একটি খন্ড নাটকে অভিনয় করেছেন। নাম ‘লাভলী ওয়াইফ’। এখানে তার বিপরীতে রয়েছেন আফরান নিশো। তিশা জানান, এ নাটকের গল্পটা পারিবারিক। স্বামী-স্ত্রীর সংসার নিয়েই পুরো রোমান্টিক এক কাহিনী। পরিচালক গল্পটি ভিন্নভাবে উপস্থাপন করেছেন। আশা করি, দর্শক এটি পছন্দ করবেন। মুহাম্মদ মোস্তফা কামাল রাজের লেখা কাহিনীর এ গল্পটি পরিচালনা করেছেন রুশো আহমেদ।সম্প্রতি উত্তরায় এর দৃশ্যধারনের কাজ হয়েছে। নির্মাতা জানান, ইউটিউব চ্যানেল সিনেমাওয়ালাতে আসছে ঈদে দর্শকরা এ নাটকটি দেখতে পাবেন। 

সম্পর্কিত পোস্ট

Add Comment

অন্যান্য সংবাদ

নিউজলেটার জন্য সাবস্ক্রাইব করুন

আপনার ইনবক্সে সেরা খবর পেতে সাবস্ক্রাইব করুন । আমরা আপনাকে স্প্যাম করব না এবং আমরা আপনার গোপনীয়তাকে সম্মান করি।