‘জাহিদুরের মতো দু-একজন সংসদে গেলেও সরকার বৈধতা পাবে না’

Post Iamge

Advertise

জাহিদুরের মতো আরও দু-একজন সংসদে গেলেও সরকার বৈধতা পাবে না বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ।

শনিবার জাতীয় প্রেসক্লাবের সামনে মহিলা দল আয়োজিত এক মানববন্ধন কর্মসূচিতে তিনি এ মন্তব্য করেন।

মওদুদ বলেন, একজন জাহিদ হোসেন (জাহিদুর রহমান) গেছেন, যদি আরও দু-একজন যান তাতেও সরকারের কী সুবিধা হবে জানি না। তবে দেশের মানুষ জানবে এর কারণে সেই সংসদের বৈধতা কখনোই আসবে না।

তিনি আরও বলেন, সরকারের অত্যাচার ও নির্যাতনের ফলে বিরোধীদল আরও শক্তিশালী হচ্ছে।

খালেদা জিয়ার মুক্তি বিষয়ে বিএনপির এ নেতা বলেন, প্রধানমন্ত্রী আইনজীবীদের বিরোধিতা না করার নির্দেশ দিলে খালেদা জিয়ার জামিনে মুক্তি পেতে পারেন।

এছাড়া খালেদা জিয়াকে জেলে বন্দি রাখার মাধ্যমে বিএনপিকে সরকার চাপে রাখার চেষ্টা চালাচ্ছে বলেও মন্তব্য করেন মওদুদ।

সম্পর্কিত পোস্ট

Add Comment

অন্যান্য সংবাদ

নিউজলেটার জন্য সাবস্ক্রাইব করুন

আপনার ইনবক্সে সেরা খবর পেতে সাবস্ক্রাইব করুন । আমরা আপনাকে স্প্যাম করব না এবং আমরা আপনার গোপনীয়তাকে সম্মান করি।