৭ কেজির মুকুট পরে সিংহাসনে থাই রাজা

থাইল্যান্ডের রাজা মাহা ভাজিরালংকর্নের সিংহাসনে আরোহণের প্রথম তিনদিনের অনুষ্ঠানিকতা শুরু হয়েছে। ২০১৬ সালে তার বাবা রাজা ভূমিবল আদুলাদেজের মৃত্যুর পর সাংবিধানিকভাবে রাজা মনোনীত হন তিনি।
শনিবার স্থানীয় সময় সকাল ১০টা ৯ মিনিটকে মঙ্গলজনক সময় বিবেচনা করে ভাজিরালংকর্নের রাজা হিসেবে সিংহাসনে আরোহণের রীতি পালন শুরু হয়। এ সময়ে রাজা ভাজিরালংকর্ন পোশাক পরিবর্তন করে সাদা একটি পোশাক পরেন। এরপর তাকে শুদ্ধিকরণ ও অন্যান্য আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে যেতে হচ্ছে। এ জন্য সারা দেশের শতাধিক স্থান থেকে সংগ্রহ করা পবিত্র পানি ব্যবহার করা হচ্ছে। সিএনএন
অনুষ্ঠানে ৬৬ বছর বয়সী রাজাকে ৭.৩ কেজি (১৬ পাউন্ড) বিজয়ের মহান মুকুট হস্তান্তর করা হয়। তিনি সেটা মাথায় পরেন। এরপর তিনি ন্যায়পরায়ণতার সঙ্গে রাজত্বের প্রতিশ্রুতি দিয়ে প্রথম রাজকীয় ফরমান জারি করেন। ৬৯ বছর আগে তার বাবা এ আনুষ্ঠানিকতা করেছিলেন। রাজত্বের প্রতীক হিসেবে তিনি পাঁচটি রাজদণ্ড গ্রহণ করবেন। এর মধ্যে রয়েছে গ্রেট ক্রাউন অব ভিকটরি।
অভিষেকের কয়েকদিন আগেই আশ্চর্যজনকভাবে রাজা ভাজিরালংকর্ন তার দীর্ঘদিনের দেহরক্ষী সুতিদা তিদজাইকে বিয়ে করেন এবং রানী উপাধি দেন। এর আগেও ভাজিরালংকর্ন তিনটি বিয়ে করেন। সেখানে তার সাতটি সন্তান রয়েছে। নতুন রাজা ভাজিরালংকর্ন প্রয়াত রাজা ভূমিবল ও রানী সিরিকিটের দ্বিতীয় সন্তান এবং প্রথম ছেলে। তিনি পড়াশোনা করেছেন ব্রিটেন ও অস্ট্রেলিয়ায়।
১৯৭২ সালে তিনি ক্রাউন প্রিন্স হন এবং একই সঙ্গে সিংহাসনের আনুষ্ঠানিক উত্তরাধিকারীতে পরিণত হন। ১৯৫২ সালে ব্যাংককের রাজপরিবারে জন্ম হয় রাজা মাহা ভাজিরালংকর্র্নের। স্কুলজীবনটা যুক্তরাজ্যেই কেটেছে তার। পড়াশোনা করেছেন মিড স্কুল ও মিলফিল্ড স্কুলে।
পরে অস্ট্রেলিয়ার রয়েল মিলিটারি কলেজে পড়াশোনা করেন তিনি। ভাজিরালংকর্নের কর্মজীবনের বেশিরভাগ সময় ব্রিটেন ও যুক্তরাষ্ট্রের সশস্ত্র বাহিনীর সঙ্গে প্রশিক্ষণ নিয়ে কাটিয়েছেন। পরে মিলিটারি টাইটেল ও পাইলট লাইসেন্স অর্জন করেন তিনি। জার্মানিতে বেশিরভাগ সময় কাটানোর পর বাবার অসুস্থতার খবরে বাড়ি ফিরে যান ভাজিরালংকর্ন। তা সত্ত্বেও থাইল্যান্ডের মানুষের কাছে খুব একটা জনপ্রিয় নন ভাজিরালংকর্ন।
রাজোচিত গুণাবলীর জন্য তিনি যতটা না প্রশংসিত তার চেয়ে পোশাক পরিধানের ধরন, সম্পর্কজনিত কেলেঙ্কারি, তার বৈবাহিক জীবন সব মিলিয়ে তার বিরুদ্ধে বিতর্কটাই বেশি।
Add Comment