৫ প্রতিষ্ঠানকে দেড় লক্ষাধিক টাকা জরিমানা

Post Iamge

Advertise

পবিত্র রমজানে খাদ্যে ভেজাল ও পচা-বাসি, অস্বাস্থ্যকর পরিবেশে খাবার প্রস্তুত প্রতিরোধে নগরীজুড়ে শুরু হয়েছে ডিএমপির ভ্রাম্যমাণ আদালত। পবিত্র রমজানজুড়ে চলবে এ অভিযান।

ডিএমপির নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আবদুল্লাহ আল মামুনের নেতৃত্বে বুধবার দুপুরে ডিবি ও ক্রাইম বিভাগের সমন্বয়ে ফকিরাপুল, আরামবাগ ও শান্তিনগর এলাকায় খাদ্যদ্রব্যে ভেজালবিরোধী ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।

ওই ভ্রাম্যমাণ আদালত পচা-বাসি খাবার রাখা ও অস্বাস্থ্যকর পরিবেশে খাবার প্রস্তুতের অভিযোগে ফকিরাপুলের এশিয়া গার্ডেন রেস্তোরাঁকে ৫০ হাজার টাকা জরিমানা করে।

একই এলাকার নিউ আল ইমাম হোটেল অ্যান্ড রেস্টুরেন্টকে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরির অভিযোগে ৩০ হাজার টাকা ও দি গাউছিয়া হোটেলকে ৩০ হাজার টাকা জরিমানা করে।

ডিএমপির ভ্রাম্যমাণ আদালত একই অপরাধে আরামবাগের ঘরোয়া হোটেল অ্যান্ড রেস্তোরাঁকে ৪০ হাজার টাকা জরিমানা করে। এদিকে মেয়াদোত্তীর্ণ মালামাল রাখা ও মূল্য তালিকা প্রদর্শন না করায় শান্তিনগরের মের্সাস আবদুল কুদ্দুস ভূঞা প্রতিষ্ঠানকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

সম্পর্কিত পোস্ট

Add Comment

অন্যান্য সংবাদ

নিউজলেটার জন্য সাবস্ক্রাইব করুন

আপনার ইনবক্সে সেরা খবর পেতে সাবস্ক্রাইব করুন । আমরা আপনাকে স্প্যাম করব না এবং আমরা আপনার গোপনীয়তাকে সম্মান করি।