৫ প্রতিষ্ঠানকে দেড় লক্ষাধিক টাকা জরিমানা

পবিত্র রমজানে খাদ্যে ভেজাল ও পচা-বাসি, অস্বাস্থ্যকর পরিবেশে খাবার প্রস্তুত প্রতিরোধে নগরীজুড়ে শুরু হয়েছে ডিএমপির ভ্রাম্যমাণ আদালত। পবিত্র রমজানজুড়ে চলবে এ অভিযান।
ডিএমপির নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আবদুল্লাহ আল মামুনের নেতৃত্বে বুধবার দুপুরে ডিবি ও ক্রাইম বিভাগের সমন্বয়ে ফকিরাপুল, আরামবাগ ও শান্তিনগর এলাকায় খাদ্যদ্রব্যে ভেজালবিরোধী ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।
ওই ভ্রাম্যমাণ আদালত পচা-বাসি খাবার রাখা ও অস্বাস্থ্যকর পরিবেশে খাবার প্রস্তুতের অভিযোগে ফকিরাপুলের এশিয়া গার্ডেন রেস্তোরাঁকে ৫০ হাজার টাকা জরিমানা করে।
একই এলাকার নিউ আল ইমাম হোটেল অ্যান্ড রেস্টুরেন্টকে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরির অভিযোগে ৩০ হাজার টাকা ও দি গাউছিয়া হোটেলকে ৩০ হাজার টাকা জরিমানা করে।
ডিএমপির ভ্রাম্যমাণ আদালত একই অপরাধে আরামবাগের ঘরোয়া হোটেল অ্যান্ড রেস্তোরাঁকে ৪০ হাজার টাকা জরিমানা করে। এদিকে মেয়াদোত্তীর্ণ মালামাল রাখা ও মূল্য তালিকা প্রদর্শন না করায় শান্তিনগরের মের্সাস আবদুল কুদ্দুস ভূঞা প্রতিষ্ঠানকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।
Add Comment