১৯ বছর পর

লোকগানের জনপ্রিয় সংগীতশিল্পী রথীন্দ্রনাথ রায়। ১৯ বছর পর ‘পায়রার চিঠি’ নামের একটি চলচ্চিত্রে প্লেব্যাক করলেন এই সংগীতশিল্পী । গানটির শিরোনাম ‘যাপিত জীবন আনন্দ লগন’। গানটির কথা ও সুর করেছেন চলচ্চিত্রটির নির্মাতা নিশীথ সূর্য। সংগীত আয়োজন করেছেন মুশফিক লিটু। দীর্ঘদিন পর প্লেব্যাক করতে পেরে বেশ আনন্দিত তিনি। উল্লেখ্য, ২০০০ সালে সর্বশেষ ‘হৃদয়ের বন্ধন’ চলচ্চিত্রে রথীন্দ্রনাথ রায় প্লেব্যাক করেন।
Add Comment