১৪ প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা

Post Iamge

Advertise

বিএসটিআই’র লাইসেন্সবিহীন পণ্য বিক্রি এবং ওজন কারচুপির অভিযোগে ১৪টি প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা করেছে জাতীয় মাননিয়ন্ত্রণকারী প্রতিষ্ঠান বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইন্সটিটিউশন (বিএসটিআই)। বৃহস্পতিবার রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে মামলাগুলো করা হয়।

লাইসেন্স ব্যতীত লাচ্ছা সেমাই, চানাচুর বিক্রির অপরাধে রাজধানীর পল্টনের প্যারা ফুড লিমিটেডকে, মোহাম্মদপুর আদাবরের শরীফ বেকারি, একই এলাকার শাহী মিঠাইয়ের বিরুদ্ধে মামলা করা হয়।

এদিকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মনিরুজ্জামানের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত আজিমপুরে অধিক মূল্যে পণ্য বিক্রির দায়ে ২টি মাংস ও ৩টি সবজির দোকানকে ২৯ হাজার টাকা জরিমানা করে।

এছাড়া ঢাকা মেট্রোপলিটন পুলিশের নির্বাহী ম্যাজিস্ট্রেট আবদুল্লাহ আল মামুনের নেতৃত্বে ফার্মগেটে পৃথক ভ্রাম্যমাণ আদালত পচা ও বাসি খাবার সংরক্ষণ, পুরাতন তেল ব্যবহারে কস্তরি হোটেল অ্যান্ড চাইনিজকে ২৫ হাজার টাকা, নিউস্টার হোটেলকে ৫০ হাজার টাকা, ফুড ফেয়ার অ্যান্ড স্ন্যাকসকে দেড় লাখ টাকা এবং প্রিন্স রেস্টুরেন্টকে দেড় লাখ টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে প্রিন্স রেস্টুরেন্টের ২ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেয়া হয়েছে।

পণ্যের মোড়কে ওজন, মূল্য, উৎপাদন ও মেয়াদোত্তীর্ণের তারিখ, পণ্যের পরিচিতি উল্লেখ না করায় সংশ্লিষ্ট আইনে তেজগাঁওয়ে মেসার্স ভাগ্যকুল বিক্রমপুর মিষ্টান্ন ভাণ্ডার, টিকাটুলির মেসার্স রস মিষ্টি এবং মেসার্স ঢাকা প্রাইম সুইটস লিমিটেডের বিরুদ্ধে মামলা করা হয়। এছাড়া বিএসটিআই’র লাইসেন্স গ্রহণ না করে ফার্মেন্টেড মিল্কস কেক, চানাচুর ও বিস্কুট বিক্রির অপরাধে জাহানাবাদ এলাকার এএসসি বেকারি, শিরোমনি বাজারের নিউ সাতক্ষীরা যাদব ঘোষ ডেইরি, আদি সাতক্ষীরা ঘোষ ডেইরি, নিউ সাতক্ষীরা ঘোষ ডেইরির বিরুদ্ধে মামলা এবং মালামাল ধ্বংস করা হয়।

 

পাশাপাশি ওজনযন্ত্রের ভেরিফিকেশন সনদ না থাকা, লাইসেন্সবিহীন পণ্য বিক্রি ও ওজনে কারচুপির অপারেধ সিলেটের মেজরটিলা ও শাহপরান এলাকার ডেইলি বাজার ও চৌধুরী টেডার্স, কুমিল্লার পুরান বাজারে দুলাল মিষ্টান্ন ভাণ্ডার ও দেলু রেস্টুুরেন্ট, বগুড়ার শেরপুরের ছোনকার রাজবাড়ী মিষ্টান্ন ভাণ্ডার, মির্জাপুরের জনতা মেশিনারিজ এবং শাজাহানপুরে নরিমেং ফিলিং স্টেশনের বিরুদ্ধে মামলা করা হয়।

সম্পর্কিত পোস্ট

Add Comment

অন্যান্য সংবাদ

নিউজলেটার জন্য সাবস্ক্রাইব করুন

আপনার ইনবক্সে সেরা খবর পেতে সাবস্ক্রাইব করুন । আমরা আপনাকে স্প্যাম করব না এবং আমরা আপনার গোপনীয়তাকে সম্মান করি।