১২৬ ঘণ্টা নেচে বিশ্বরেকর্ড বন্দনার

টানা ১২৬ ঘণ্টা নেচে পূর্বের রেকর্ড ভঙ্গ করে সবচেয়ে দীর্ঘ সময় নাচার রেকর্ডটি নিজের করে নিলেন নেপালী তরুণী বন্দনা। এককভাবে দীর্ঘতম ম্যারাথন নাচের রেকর্ডটি এর আগে ছিল এক ভারতীয়র।
আঠারো বছর বয়সী বন্দনা নেপালীর এ অর্জনে তার সম্মানে শনিবার নেপালের প্রধানমন্ত্রী কেপি শর্মা অলি তার সরকারি বাসভবনেএক সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করেন।
বন্দনা পূর্ব নেপালের ধানকুটা জেলার বাসিন্দা।
বার্তা সংস্থা পিটিআইয়ের সাথে আলাপকালে বন্দনা নেপালী বলেন, তিনি শুক্রবার গিনেজ রেকর্ডের স্বীকৃতি পান।
এর আগে দীর্ঘ সময় নাচের এ রেকর্ডটি ছিল ভারতীয় কালামানদালাম হেমলতার। ২০১১ সালে তিনি ১২৩ ঘণ্টা ১৫ মিনিট নেচে এ রেকর্ডটি গড়েছিলেন।
Add Comment