হোপ-ক্যাম্পবেলের বিশ্বরেকর্ডে বিশাল জয় উইন্ডিজের

ত্রিদেশীয় সিরিজের প্রথম ওয়ানডেতে আয়ারল্যান্ডকে ১৯৬ রানের বিশাল ব্যবধানে হারিয়েছে ওয়েস্ট ইন্ডিজ। দুর্দান্ত জয়ের দিনে দারুণ এক বিশ্বরেকর্ড গড়েছেন ক্যারিবিয়ান দুই ওপেনার শাই হোপ ও জন ক্যাম্পবেল।
রোববার ডাবলিনে টসে হেরে ব্যাট করতে নামে উইন্ডিজ। সূচনা করতে নেমে রীতিমতো আয়ারল্যান্ড বোলারদের ওপর তাণ্ডব চালান হোপ ও ক্যাম্পবেল। দুজনে তোলেন ৩৬৫ রান, যা ওয়ানডে ক্রিকেট ইতিহাসে উদ্বোধনী জুটিতে সর্বোচ্চ রানের রেকর্ড।
১৩৭ বলে ১৫ চার ও ৬ ছক্কায় ১৭৯ রানের বিস্ফোরক ইনিংস খেলেন ক্যাম্পবেল। আর ১৫২ বলে ২২ চার ও ২ ছক্কায় ১৭০ রানের বিধ্বংসী ইনিংস খেলেন হোপ। এ দুজনের দৃঢ়তায় নির্ধারিত ৫০ ওভারে ৩ উইকেটেট ৩৮১ রানের পাহাড় গড়ে হোল্ডার বাহিনী। আয়ারল্যান্ডের হয়ে ২ উইকেট নেন ব্যারি ম্যাকার্থি।
পাহাড়সম লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরুতেই কেমার রোচের রোশানলে পড়ে স্বাগতিকরা। দুই ওপেনার উইলিয়াম পোর্টারফিল্ড ও পল স্টার্লিংকে ফেরান তিনি। এরপর অ্যাশ্লে নার্স ও শ্যানন গ্যাব্রিয়েলদের তোপে নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে আইরিশরা।
শেষ পর্যন্ত ৩৪.৪ ওভারে ১৮৫ রানে অলআউট হয় তারা। কেভিন ও'ব্রায়েনের ব্যাটে থেকে আসে সর্বোচ্চ ৬৮ রান। এছাড়া উইকেটরক্ষক গ্যারি উইলসন ৩০ ও আন্ড্রু বালবির্নি করেন ২৯ রান। উইন্ডিজের হয়ে নার্স একাই দখল করেন ৪ উইকেট। গ্যাব্রিয়েল শিকার করেন ৩ উইকেট।
Add Comment