হারিয়ে গেছে বাদামতলী কাঁচাবাজার

পুরান ঢাকার বাদামতলী কাঁচাবাজার হারিয়ে গেছে। সেখানে এখন রয়েছে ফলের আড়ত। বুড়িগঙ্গা নদী তীরবর্তী বাদামতলী ঘাটের পাশে ছিল এ বাজার।
এলাকার বাসিন্দারা এ বাজার থেকে বিভিন্ন শাকসবজি, মাছ, মাংস নিত্যপ্রয়োজনীয় দ্রব্যসামগ্রী ক্রয় করত। সেখানে এখন ফলের ও গুড়ের আড়ত এবং হোটেল।
এছাড়া, কাঁচাবাজারের ৭ শতাংশ জায়গার উপর একটি ভবন করা হয়েছে। যা নিয়ে মামলা চলমান রয়েছে। এদিকে বাদামতলী এলাকার একমাত্র কাঁচাবাজার বেদখল হয়ে যাওয়ায় বাসিন্দাদের দূর-দূরান্ত গিয়ে বাজার করতে হয়।
ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) ৩২ নম্বর ওয়ার্ডের অঞ্চল-৪ এর বাজার সার্কেল-৩ এর বাদামতলী কাঁচাবাজারটি ছিল অনেক পুরনো।
বুড়িগঙ্গার তীরে পরিত্যক্ত জায়গায় এলাকাবাসী কাঁচাবাজার গড়ে তোলেন। পরে ১৯৭৮ বা ১৯৮০ সালে জায়গাটি তৎকালীন ঢাকা সিটি কর্পোরেশন বুঝে নেয়।
যারা কাঁচাবাজারে ব্যবসা করতেন এমন ৮৪ জনের কাছে সিটি কর্পোরেশন জায়গাটি লিজ দেয়। তারা সেখানে কাঁচাবাজার হিসেবে তরিতরকারি, মাছ, মাংস বিক্রি করতেন।
কাঁচাবাজারের একাংশে সিটি কর্পোরেশনের জায়গায় বাদামতলী এলাকার বাসিন্দারা একটি ক্লাব গড়ে তোলেন। ক্লাবটির নাম ছিল বাদামতলী রিভার ভিউ ক্লাব।
ক্লাবের লোকজনের কাছ থেকে সাহাবুদ্দিন ও বাবলী বেগম নামে ২ ভাই বোন জায়গাটি ক্রয় করেন। তারা সিটি কর্পোরেশনের ৮৪ জন ব্যবসায়ীর মধ্যে ৫৫ জনকে উচ্ছেদ করেন।
সেখানে ৭তলা ভবন নির্মাণ করা হয়। বাকি জায়গায় বাদামতলী কাঁচাবাজার ক্ষুদ্র ব্যবসায়ী সমবায় সমিতি লিমিটেডের লোকজন দোকান নিয়ে ব্যবসা পরিচালনা করে আসছেন।
নাম প্রকাশে অনিচ্ছুক বাদামতলী এলাকার একাধিক বাসিন্দা যুগান্তরকে বলেন, দিনের আলোর মতো পরিষ্কার বাদামতলীতে কাঁচাবাজার ছিল।
বাজারটি দখল হয়ে যাওয়ায় নয়াবাজার ও সড়কের ওপর ভাসমান ব্যবসায়ীদের কাছে তরিতরকারি কিনতে হয়। তাদের দাবি যারা অবৈধ দখলদার তাদের উচ্ছেদ করে কাঁচাবাজারটি বহাল করতে হবে।
ডিএসসিসি বাজার সার্কেল-৩ এর ডেপুটি ট্যাক্সেস অফিসার মো. রফিকুল ইসলাম যুগান্তরকে বলেন, বাদামতলী কাঁচাবাজারে আগে ৮৪টি দোকান ছিল। বর্তমানে ২৯টি দোকান রয়েছে।
অঞ্চল-৪ এর সার্ভেয়ার আনোয়ার হোসেন যুগান্তরকে বলেন, বাজারের নামে ২৯ শতাংশ জায়গা ছিল। ৭ শতাংশ জায়গা দখল করে সাহাবুদ্দিন ও বাবলী ভবন ও দোকান নির্মাণ করেন।
তাদের সঙ্গে সিটি কর্পোরেশনের মামলা চলছে। এ বিষয়ে সাহাবুদ্দিন ও বাবলী বেগমের বক্তব্য জানতে চেষ্টা করেও পাওয়া যায়নি।
ডিএসসিসি ৩২ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মো. বিল্লাল শাহ যুগান্তরকে বলেন, বাদামতলী কাঁচাবাজার নিয়ে সিটি কর্পোরেশনের সাথে মামলা চলছে। সিটি কর্পোরেশন জয়ী হলে অবশ্যই কাঁচাবাজার করা হবে।
Add Comment