হত্যার হুমকি, নিরাপত্তা চেয়ে মুনতাসীর মামুনের জিডি

Post Iamge

Advertise

সুলতানা কামালের পর নিজের নিরাপত্তা চেয়ে জিডি (জেনারেল ডায়েরি) করেছেন একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি ও ইতিহাসবিদ অধ্যাপক ড. মুনতাসির মামুন। রোববার দুপুর ১টায় রাজধানীর ধানমন্ডি থানায় লিখিত অভিযোগ করেন তিনি।

বিষয়টি নিশ্চিত করেছেন ধানমন্ডি থানার ওসি (তদন্ত) পারভেজ ইসলাম পিপিএম।তিনি জানান, মুসতাসীর মামুন লিখিত অভিযোগ করেছেন। অভিযোগটি সাধারণ ডায়েরি (জিডি) হিসেবে গ্রহণ করা হয়েছে। হত্যার হুমকি পাওয়ার অভিযোগ করেছেন তিনি।

সম্প্রতি মানবাধিকারকর্মী সুলতানা কামালসহ কয়েকজন বিশিষ্ট ব্যক্তিকে হত্যা ও শেষ করে দেয়ার হুমকি দিয়েছে একটি জঙ্গি সংগঠন। আন্তর্জাতিক জঙ্গি সমর্থিত সংবাদ মাধ্যম লোনউলফে এ তথ্য প্রকাশ করা হয়েছে।

ওই অনলাইনে, হামলা কী করে করতে হয়, যোগাযোগের কৌশল, সিসিটিভি ক্যামেরা এড়িয়ে চলা, নিশানা বেছে নেয়া, যাতায়াতের কৌশল, রেকি করার পদ্ধতি, অপারেশনের পরিকল্পনা, কী করা যাবে আর কী করা যাবে না, টিম সিলেকশনের কৌশলগুলো ইত্যাদি সম্পর্কেও নির্দেশনা দেয়া আছে।

এর আগে শনিবার সন্ধ্যায় রাজধানীর ধানমন্ডি থানায় একটি জিডি করেন অ্যাডভোকেট সুলতানা কামাল।

আন্তর্জাতিক জঙ্গি সমর্থিত অনলাইন পত্রিকা লোনউলফে হত্যার হুমকির বিষয়টি প্রকাশ করা হয়েছে বলে জিডিতে উল্লেখ করা হয়েছে।

সম্পর্কিত পোস্ট

Add Comment

অন্যান্য সংবাদ