সিপিএলে দল পেলেন বাংলাদেশের আফিফ

Post Iamge

Advertise

ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগের (সিপিএল) সপ্তম আসরে দল পেয়েছেন বাংলাদেশের তরুণ অলরাউন্ডার আফিফ হোসেন ধ্রুব। ড্রাফট তালিকা থেকে তাকে দলে ভিড়িয়েছে সেন্ট কিটস অ্যান্ড নেভিস প্যাট্রিয়টস। দলে তার সঙ্গী কার্লোস ব্রাথওয়েট, এভিন লুইসদের মতো তারকারা।

বিশ্বের অন্যতম জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে দল পেয়ে দারুণ উচ্ছ্বসিত ১৯ বছর বয়সী আফিফ। তিনি বলেন, সিপিএলে সুযোগ পেয়ে ভালো লাগছে। আমি অনেক রোমাঞ্চিত। এতে খেলার জন্য মুখিয়ে আছি।

সবশেষ বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) আসরে ব্যাট হাতে ফর্মে ছিলেন আফিফ। সিলেট সিক্সার্সের হয়ে ১২ ম্যাচে ২০.৬৬ গড় এবং ১২৪.০০ স্ট্রাইক রেটে সংগ্রহ করেন ২৪৮ রান।

এখন পর্যন্ত ৩০ টি-টোয়েন্টি ম্যাচ খেলার অভিজ্ঞতা রয়েছে বাঁহাতি স্পিন অলরাউন্ডারের। সর্বসাকল্যে ২১.২০ গড় এবং ১২৩.২৪ স্ট্রাইক রেটে সংগ্রহ করেছেন ৫০৯ রান। ঝুলিতে রয়েছে দুটি হাফসেঞ্চুরি।

২০১৯ সালের সিপিএল শুরু হবে ৪ সেপ্টেম্বর। ড্রাফট থেকে ৫ জন বিদেশি খেলোয়াড় ভেড়াতে পারত প্রতিটি দল। নিয়মানুযায়ী আফিফকে টানে সেন্ট কিটস অ্যান্ড নেভিস প্যাট্রিয়টস।

সম্পর্কিত পোস্ট

Add Comment

অন্যান্য সংবাদ

নিউজলেটার জন্য সাবস্ক্রাইব করুন

আপনার ইনবক্সে সেরা খবর পেতে সাবস্ক্রাইব করুন । আমরা আপনাকে স্প্যাম করব না এবং আমরা আপনার গোপনীয়তাকে সম্মান করি।