সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে যেমন আছেন সুবীর নন্দী

Post Iamge

Advertise

গুরুত্বর অসুস্থ কিংবদন্তী কণ্ঠশিল্পী সুবীর নন্দীকে মঙ্গলবার চিকিৎসার জন্য সিঙ্গাপুর নেয়া হয়েছে। সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাসেবা দেয়া শুরু হয়েছে দেশবরেণ্য এ গায়কের। বিষয়টি নিশ্চিত করেছেন সুবীর নন্দীর জামাতা ড. রাজেশ শিকদার।

তিনি জানান, বাংলাদেশ সময় বিকাল ৫ টায় সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে সুবীর নন্দীর ভর্তি–প্রক্রিয়া সম্পন্ন হয়। এর ঘণ্টা দেড়েক আগে সুবীর নন্দীকে বহনকারী এয়ার অ্যাম্বুলেন্সটি সিঙ্গাপুরে গিয়ে পৌঁছায়। সুবীর নন্দীর সঙ্গে আছেন মেয়ে ফাল্গুনী নন্দী।

জানা গেছে, সুবীর নন্দীর অবস্থা অপরিবর্তিত রয়েছে। চিকিৎসা শুরু করার পর ডাক্তাররা তার দ্রুত আরোগ্য লাভের বিষয়ে আশা প্রকাশ করেছেন।

এর আগে রাজধানীর শাহজালাল বিমানবন্দর থেকে মঙ্গলবার বেলা ১০টা ৪০ মিনিটে একটি এয়ার অ্যাম্বুলেন্স সুবীর নন্দীকে নিয়ে সিঙ্গাপুরের উদ্দেশে যাত্রা করে। বেলা আড়াইটার দিকে এয়ার অ্যাম্বুলেন্সটি সিঙ্গাপুরে গিয়ে পৌঁছায়।

সুবীর নন্দীকে নিতে সিঙ্গাপুর থেকে একটি এয়ার অ্যাম্বুলেন্স সোমবার রাতে ঢাকায় আসে। উড্ডয়নের পর সেটিতে যান্ত্রিক ত্রুটি ধরা পড়ায় সেটি সঙ্গে সঙ্গে ল্যান্ড করে। এ কারণে সোমবার রাতে তাকে সিঙ্গাপুরে নেয়া সম্ভব হয়নি।পরে সুবীর নন্দীকে সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) নেয়া হয়। পরে আরেকটি এয়ার অ্যাম্বুলেন্সে করে সুবীর নন্দীকে সিঙ্গাপুরে নেয়া হয়।

সুবীর নন্দীর চিকিৎসার বিষয়টি সমন্বয় করছেন জাতীয় বার্ন ইনস্টিটিউটের সমন্বয়কারী ডা. সামন্ত লাল সেন। তিনি জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে সুবীর নন্দীকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নেয়া হয়েছে। তার চিকিৎসার যাবতীয় দায়িত্ব প্রধানমন্ত্রী নিয়েছেন। সিঙ্গাপুর জেনারেল হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। সুবীর নন্দীর চিকিৎসার ব্যাপারে সবুজসংকেত পাওয়া গেছে। উন্নত চিকিৎসার সব ধরনের ব্যবস্থা রয়েছে সেখানে।

গত ১৪ এপ্রিল রাতে পরিবারসহ সিলেট থেকে ফিরছিলেন সুবীর নন্দী। উত্তরার কাছাকাছি আসতেই হঠাৎ তার শারীরিক অবস্থা খুব খারাপ হয়ে যায়। বাধ্য হয়ে তাকে ট্রেন থেকে নামিয়ে অ্যাম্বুলেন্সে করে সিএমএইচে নেয়া হয়েছে।

দীর্ঘ ৪০ বছরের ক্যারিয়ারে সুবীর নন্দী গেয়েছেন আড়াই হাজারেরও বেশি গান। বেতার থেকে টেলিভিশন, তারপর চলচ্চিত্রেও উপহার দিয়েছেন অসংখ্য জনপ্রিয় গান।

১৯৮১ সালে তার প্রথম একক অ্যালবাম 'সুবীর নন্দীর গান' ডিসকো রেকর্ডিংয়ের ব্যানারে বাজারে আসে।

তবে চলচ্চিত্রে তিনি প্রথম গান করেন ১৯৭৬ সালে আব্দুস সামাদ পরিচালিত 'সূর্যগ্রহণ' চলচ্চিত্রে।

চলচ্চিত্রে প্লেব্যাক করে চারবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেছেন তিনি। আর চলতি বছরে সংগীতে অবদানের জন্য বাংলাদেশ সরকার সুবীর নন্দীকে দেশের দ্বিতীয় সর্বোচ্চ বেসামরিক সম্মাননা একুশে পদকে ভূষিত করেছে।

এর আগে ১৯৯৮ সালেও সুবীর নন্দীর চিকিৎসার জন্য প্রধানমন্ত্রী দুই দফায় সব ধরনের সহযোগিতা দিয়েছেন বলে উপ-প্রেস সচিব আশরাফুল আলম খোকন জানিয়েছে।

সম্পর্কিত পোস্ট

Add Comment

অন্যান্য সংবাদ

নিউজলেটার জন্য সাবস্ক্রাইব করুন

আপনার ইনবক্সে সেরা খবর পেতে সাবস্ক্রাইব করুন । আমরা আপনাকে স্প্যাম করব না এবং আমরা আপনার গোপনীয়তাকে সম্মান করি।