সাকিবের চোট গুরুতর নয়

Post Iamge

Advertise

ডাবলিনে আয়ারল্যান্ডের বিপক্ষে ম্যাচে চোট পেয়েছেন সাকিব আল হাসান। ম্যাচের  ৩৬ তম ওভারে ব্যক্তিগত ৫০ রান করে মাঠ ছেড়ে উঠে আসেন সাকিব। জানা গেছে লেগ সাইডে পুল করে রান নেয়ার সময় কোমরের পেশিতে চোট পেয়েছেন তিনি। পরে মাঠে কিছুক্ষন চিকিৎসাও নেন টাইগার অলরাউন্ডার। তাতে বাংলাদেশ ক্রিকেটভক্তদের মনে দুশ্চিন্তা। তবে স্বস্তির খবর জানিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। দলের প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু বলেন, ‘দুশ্চিন্তার কিছু নেই। সাকিবের চোট গুরুতর নয়। আমরা কোনো ঝুকি নিতে চাইনি। তাই তাকে তুলে নিয়ে আসা হয়েছে। তবে আমরা আত্মবিশ্বাসী, সে খুব দ্রুতই ঠিক হয়ে যাবে।’ টাইগার অধিনায়ক মাশরাফি বিন মর্তুজাও বললেন আশার কথা। তিনি সাফ জানিয়ে দিয়েছেন ‘টেনশনের কিছু নাই।’

আয়ারল্যান্ড সফরে দুর্দান্ত সাকিব তিন ইনিংসে ব্যাট করে দুটিতেই হাফসেঞ্চুরি। এর মধ্যে দুই ইনিংস অপরাজিত। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম ম্যাচে ৬১ রানের অপরাজিত ইনিংস খেলেন তিনি। বল হাতে পেয়েছিলেন ১ উইকেট। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দ্বিতীয় ম্যাচে ২৯ রান করে সাজঘরে ফেরেন। আর আয়ারল্যান্ডের বিপক্ষে গতকাল ৫০ রানের ইনিংস খেলে চোট নিয়ে সেচ্ছায় মাঠ ছাড়েন সেরা এই অলরাউন্ডার।

সম্পর্কিত পোস্ট

Add Comment

অন্যান্য সংবাদ

নিউজলেটার জন্য সাবস্ক্রাইব করুন

আপনার ইনবক্সে সেরা খবর পেতে সাবস্ক্রাইব করুন । আমরা আপনাকে স্প্যাম করব না এবং আমরা আপনার গোপনীয়তাকে সম্মান করি।