শামিম জামান ‘চিটার.কম’র সদস্য

জনপ্রিয় অভিনেতা শামিম জামান ‘চিটার.কম’র সদস্য। তার সঙ্গে এতে আরো আছেন আ খ ম হাসান, মুনিরা মিঠুসহ অনেকে। এই সংঘের কার্যক্রম কি তা জানার জন্য অপেক্ষা করতে হবে কিছুদিন। নাগরিক টিভির জন্য এরইমধ্যে নির্মাণ হয়েছে নাটক ‘চিটার.কম’। রহুল আমিন পথিকের রচনায় অভিনয় করার পাশাপাশি এটির চিত্রনাট্য ও পরিচালনায় রয়েছেন শামিম জামান। এই নাটকের গল্পের শেষে দর্শক একটি সামাজিক বার্তা পাবে বলে জানান নির্মাতা।
Add Comment