শাকিবের সঙ্গে ইস্তানবুল যাচ্ছেন বুবলী

তুরস্কের ইস্তানবুল যাচ্ছেন সুপারস্টার শাকিব খান। এ যাত্রায় তার সঙ্গী হচ্ছেন বলিউড সেনসেশন শবনম বুবলী। আজ রাতেই রাজধানীর শাহজালাল বিমানবন্দর থেকে ইস্তানবুলের উদ্দেশে যাত্রা করবেন তারা।
পাসওয়ার্ড ছবির তিনটি রোমান্টিক গানের দৃশ্যায়ন হবে ইস্তানবুলে। সেই গানের শুটিং করতেই শাকিব খান ও বুবলী যাচ্ছেন তুরস্ক। তাদেরর সঙ্গে যাচ্ছে পাসওয়ার্ড ছবির পুরো টিম।
আজ রাতেই শাহজালাল বিমানবন্দর থেকে রওনা হবেন তারা। ইস্তানবুলে টানা ১০ দিন অবস্থান করবেন তারা।
ছবিটি প্রযোজনা করছেন শাকিব নিজেই। আর পরিচালনা করছেন মালেক আফসারী।
এ বিষয়ে শাকিব খান গণমাধ্যমকে বলেন, ইস্তানবুল শহরের বেশ কিছু সুন্দর লোকেশনে আমাদের কাজ করার চিন্তা রয়েছে। অনেক বড় বাজেটের ছবি হচ্ছে ‘পাসওয়ার্ড’। এরই মধ্যে এফডিসিতে আমরা ব্যয়বহুল গানের শুটিং করেছি। আশা করি, এই গানগুলোও চমকপ্রদ হবে।
Add Comment