র‌্যাকেট হাতে বার্টেন্সের ইতিহাস

Post Iamge

Advertise

র‌্যাকেট হাতে ইতিহাস গড়লেন নেদারল্যান্ডসের কিকি বার্টেন্স। প্রথম নারী টেনিস তারকা হিসেবে কোনো সেট না হারিয়েই মাদ্রিদ ওপেনের শিরোপা জিতলেন বার্টেন্স। শনিবার ফাইনালে তিনি হারান রোমানিয়ার সিমোনা হালেপ। গত বছর এই টুর্নামেন্টে রানার্সআপ হয়েছিলেন ২৭ বছর বয়সী বার্টেন্স। টেনিস ক্যারিয়ারে এটাই তার সেরা সাফল্য। 
২০১৬ ও ২০১৭ সালে মাদ্রিদ ওপেন জেতেন সিমোনা হালেপ। এবার জিতলেই জাপানের নওমি ওসাকাকে টপকে ডব্লিউটিএ র‌্যাঙ্কিংয়ের শীর্ষে উঠে যেতেন রোমানিয়ান সুন্দরী। বার্টেন্সের কাছে হেরে যাওয়ায় অপেক্ষা বাড়লো তার। তবে নতুন র‌্যাঙ্কিংয়ে অ্যাঞ্জেলিক কারবারকে টপকে বার্টেন্স উঠে আসবেন চতুর্থ স্থানে। র‌্যাঙ্কিংয়ে কোনো ডাচ নারী টেনিস তারকার এটাই সর্বোচ্চ ধাপ।
ম্যাচে ২৩ উইনার ও ৪ এইস আদায় করে নেন বার্টেন্স। ম্যাচের পর ডাচ তারকা বলেন, ‘অসাধারণ একটা সপ্তাহ কাটলো মাদ্রিদে। সত্যিই ট্রফিটা হাতে নিতে পেরে আমি অনেক খুশি।’ আর ৪ বারের গ্র্যান্ডস্লামজয়ী হালেপ বলেন,  ‘বেশ বাজে একটা ম্যাচ ছিল। আমি যাই করেছি সব ওর পক্ষে গেছে। তবে আমার মনে হয়, আজ (শনিবার) ও আমার চেয়ে ভালো খেলেছে। জয়টা ওর প্রাপ্যই ছিল। পরের বার যখন ওর মোকাবিলা করবো, নতুন কৌশল নিয়ে আসতে হবে।’
ফ্রেঞ্চ ওপেনের বর্তমান চ্যাম্পিয়ন হালেপ। ধারণা করা হচ্ছে, মৌসুমের দ্বিতীয় এই গ্র্যান্ড স্লাম আসরে হালেপের শ্রেষ্ঠত্ব কেড়ে নিতে পারেন বার্টেন্স। আগামী ২৭শে মে রোঁলা গাঁরোতে শুরু হবে ফ্রেঞ্চ ওপেন।

সম্পর্কিত পোস্ট

Add Comment

অন্যান্য সংবাদ

নিউজলেটার জন্য সাবস্ক্রাইব করুন

আপনার ইনবক্সে সেরা খবর পেতে সাবস্ক্রাইব করুন । আমরা আপনাকে স্প্যাম করব না এবং আমরা আপনার গোপনীয়তাকে সম্মান করি।