রোহিঙ্গা প্রত্যাবাসনে সহায়তা অব্যাহত রাখবে চীন

Post Iamge

Advertise

রোহিঙ্গা প্রত্যাবাসনে চীনের সহায়তা অব্যাহত থাকবে বলে আবারও জানিয়েছেন ঢাকায় নিযুক্ত চীনা রাষ্ট্রদূত ঝ্যাং জুয়ো। তিনি বলেন, রোহিঙ্গা সমস্যা সমাধানে চীন সহায়ক ভূমিকা রাখবে। চীন নিরপেক্ষভাবে আশা করে শিগগিরই রোহিঙ্গা প্রত্যাবাসন শুরু হবে।

রোববার সচিবালয়ে তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদের সঙ্গে তার দফতরে সৌজন্য সাক্ষাৎকালে চীনের রাষ্ট্রদূত এসব কথা বলেন। এ সময় তথ্যসচিব আবদুল মালেক, তথ্য মন্ত্রণালয় এবং চীনা দূতাবাসের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। তথ্য মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, চীনা রাষ্ট্রদূত বাংলাদেশের উন্নয়ন কর্মকাণ্ডের ভূয়সী প্রশংসা করে বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ বিস্ময়কর উন্নয়ন করছে। তার দূরদর্শী নেতৃত্বে বাংলাদেশ আজ উন্নয়নের রোল মডেল। সারাবিশ্বে তিনি প্রশংসা কুড়িয়েছেন।

 

শেখ হাসিনার নেতৃত্বে অবকাঠামো উন্নয়ন বাংলাদেশের অর্থনীতিতে ইতিবাচক অবদান রাখছে। উপকূলীয় অর্থনৈতিক কর্মকাণ্ড ও ব্ল– ইকোনমি বিষয়ে জোর পদক্ষেপ বাংলাদেশকে বিশ্ব অর্থনীতিতে গুরুত্বপূর্ণ শক্তিতে পরিণত হতে অত্যন্ত সহায়ক হবে।

তথ্যমন্ত্রী হাছান মাহমুদ চীনা সহায়তায় দেশের ছয়টি বিভাগে পূর্ণাঙ্গ টেলিভিশন স্টেশন নির্মাণ কাজ দ্রুত করতে রাষ্ট্রদূতের সহায়তা চান। কারণ বড় বড় কাজ দ্রুত শেষ করার বিষয়ে চীনের সুনাম রয়েছে। বাংলাদেশে বিভিন্ন মেগা প্রকল্পে অংশীজন হিসেবে চীন সফলতার সাক্ষর রেখেছে বলেও জানান তিনি।

সম্পর্কিত পোস্ট

Add Comment

অন্যান্য সংবাদ

নিউজলেটার জন্য সাবস্ক্রাইব করুন

আপনার ইনবক্সে সেরা খবর পেতে সাবস্ক্রাইব করুন । আমরা আপনাকে স্প্যাম করব না এবং আমরা আপনার গোপনীয়তাকে সম্মান করি।