রোনালদোর আরেক ‘সেঞ্চুরি’

Post Iamge

Advertise

এবারের সিরি আ শিরোপা নিশ্চিত করেছে তারা চার ম্যাচ হাতে রেখেই। আর শুক্রবার তুরিন ডার্বিতে হারের মুখে ছিল তারা। তবে আরো একবার রোনালদোতে রক্ষা তাদের। সিরি আ ফুটবল লীগে শুক্রবার তোরিনোর সঙ্গে ১-১ গোলের ড্র নিয়ে খেলা শেষ করে জুভেন্টাস। মর্যাদার ডার্বিতে জুভিদের মাঠে ১৮তম মিনিটে গোল নিয়ে এগিয়ে যায় তোরিনোই। তবে খেলা শেষের ৮৪ মিনিট আগে ক্রিস্টিয়ানো রোনালদোর গোলে মান বাঁচে জুভেন্টাসের। 

কদিন আগে রোনালদো বলেন, প্রত্যেক মৌসুমে নিজেকে বারবার প্রমাণ করতে ভালো লাগে না। আদতে লিওনেল মেসির সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা নিয়ে তার ভালো করার চাপটা থাকে সব সময়ই।নগর প্রতিদ্বন্দ্বী জুভেন্টাসের বিপক্ষে ২৪ বছরে প্রথম জয়ের সুবাস পাচ্ছিল তোরিনো। তবে ওই রোনালদোর গোলেই ভেস্তে যায় তাদের সেই সম্ভাবনা। ম্যাচের ৮৪তম মিনিটে দুর্দান্ত হেডে গোল আদায় করেন জুভেন্টাসের পর্তুগিজ গোল মেশিন রোনালদো। হেডে এটি ছিল তার ক্যারিয়ারের শততম  গোল। কিছুদিন আগে ক্লাব ক্যারিয়ারে ৬০০ গোলের মাইলফলক স্পর্শ করেন রোনালদো। দু’দিন পর ৬০০ গোলের ল্যান্ডমার্ক স্পর্শ করেন বার্সেলোনার আর্জেন্টাইন ফরোয়ার্ড লিওনেল মেসিও। 

এবারের সিরি আ’ লীগে দ্বিতীয় সর্বোচ্চ ২১ গোলের কৃতিত্ব রোনালদোর। আসরে সমান ২১ গোল পেয়েছেন আতালান্তার কলম্বিয়ান ফরোয়ার্ড দুভান জাপাতা ও এসি মিলান ও জেনোয়ার পোলিশ স্ট্রাইকার ক্রিস্তোফ পিয়াতেক। আসরে ২৩ গোল নিয়ে তালিকার শীর্ষে সাম্পদোরিয়ার ইতালিয়ান ফরোয়ার্ড ফাবিও কোয়ালিয়ারেল্লা।

সম্পর্কিত পোস্ট

Add Comment

অন্যান্য সংবাদ