রানওয়ে থেকে পিছলে উড়োজাহাজ নদীতে

Post Iamge

Advertise

ঝড়ের মধ্যে বিমানবন্দরের রানওয়েতে অবতরণ করে উড়োজাহাজটি। এর পরপরই পিছলে যায় এটির চাকা। সোজা গিয়ে পড়ে পার্শ্ববর্তী সেইন্ট জনস নদীতে। অগ্নিকাণ্ড বা ভেঙে না যাওয়ায় যাত্রীবাহী বোয়িং ৭৩৭ উড়োজাহাজটির ১৪৩ আরোহীর কেউ গুরুতর আহত হননি।

বিবিসি জানিয়েছে, স্থানীয় সময় শুক্রবার যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় এ দুর্ঘটনা ঘটে। মিয়ামি এয়ার ইন্টারন্যাশনালের পরিচালিত উড়োজাহাজটি কিউবার গুয়ানতানামো বে-তে অবস্থিত যুক্তরাষ্ট্রের একটি ঘাঁটি থেকে উড্ডয়ন করে। যুক্তরাষ্ট্রের জ্যাকসনভিলে শহরের একটি সামরিক ঘাঁটিতে অবতরণের কথা ছিল এটির। জ্যাকসনভিলে শেরিফের অফিস থেকে জানানো হয়েছে, এ ঘটনায় আহত ২১ জনকে হাসপাতালে নেয়া হয়েছে। তাদের কারও অবস্থাই গুরুতর নয়।

উড়োজাহাজটির যাত্রী শেরিল বরম্যান বলেন, ‘উড়োজাহাজটি বেশ জোরে অবতরণের পর লাফিয়ে উঠে। আমি নিশ্চিত, ওই সময় উড়োজাহাজটি পাইলটের নিয়ন্ত্রণে ছিল না। এরপর আমরা দেখতে পাই পানিতে পড়ে গেছি। এটা নদী না সাগর তা বুঝতে পারছিলাম না।’ দুর্ঘটনার পর নদীতে জ্বালানি ছড়িয়ে পড়ার গন্ধ পান বলে জানান ওই নারী।

সম্পর্কিত পোস্ট

Add Comment

অন্যান্য সংবাদ

নিউজলেটার জন্য সাবস্ক্রাইব করুন

আপনার ইনবক্সে সেরা খবর পেতে সাবস্ক্রাইব করুন । আমরা আপনাকে স্প্যাম করব না এবং আমরা আপনার গোপনীয়তাকে সম্মান করি।