রমজানে হোটেলে জুয়া বন্ধ রাখুন

Post Iamge

Advertise

রমজানের পবিত্রতা রক্ষার্থে হোটেল-রেস্তোরাঁ, ক্লাব-বারের মালিকদের মদ, জুয়া এবং হাউজি খেলা বন্ধ রাখার আহ্বান জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) মেয়র মোহাম্মদ সাঈদ খোকন।

মঙ্গলবার দুপুরে নগরভবনে মেয়র মোহাম্মদ হানিফ অডিটোরিয়ামে হোটেল, রেস্তোরাঁ, ক্লাব-বার, ফল ব্যবসায়ীসহ বিভিন্ন পেশার মানুষকে নিয়ে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ আহ্বান জানান।

ডিএসসিসি মেয়র বলেন, জনস্বার্থ রক্ষায় সেহরি এবং ইফতারে স্বাস্থ্যসম্মত খাবার পরিবেশন এবং দিনের বেলায় রোজাদারদের যেন কোনো সমস্যা না হয়, সে জন্য পর্দা দিয়ে সীমিত পরিসরে হোটেল চালানোর জন্য হোটেল-রেস্তোরাঁর মালিকদের প্রতি আহ্বান জানান। তিনি আরও বলেন, কেমিক্যালমুক্ত ফল বিক্রির মাধ্যমে রোজাদারদের সেবা করে রোজার সওয়াব আদায় করার আহ্বান জানিয়েছেন। এ ছাড়া রোজার সময় বাজার পরিস্থিতি ও খাদ্যের মান ঠিক রাখতে ডিএসসিসি এলাকায় ৫টি মোবাইল কোর্ট টিম পরিচালিত হবে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংস্থার প্রধান নির্বাহী কর্মকর্তা মো. মোস্তাফিজুর রহমান, কাউন্সিলররা, বিভিন্ন বিভাগীয় প্রধান, ব্যবসায়ী সমাজের প্রতিনিধি প্রমুখ।

 

সম্পর্কিত পোস্ট

Add Comment

অন্যান্য সংবাদ