যুক্তরাষ্ট্র আত্মসমর্পণের দলিল বানাচ্ছে

যুক্তরাষ্ট্র শান্তি পরিকল্পনা নয় বরং আত্মসমর্পণের দলিল বানাচ্ছে বলে মন্তব্য করেছেন ফিলিস্তিনি পররাষ্ট্রমন্ত্রী রিয়াদ আল মালিকি।
শুক্রবার জাতিসংঘের এক বৈঠকে তিনি বলেন, কত টাকা দেয়া হচ্ছে তার ওপর ভিত্তি করে এ প্রস্তাব ফিলিস্তিনিরা কখনই মেনে নেবে না।
ট্রাম্প প্রশাসনের প্রস্তাবিত ‘ডিল অব দ্য সেঞ্চুরি’ নামের শান্তি পরিকল্পনার বিষয়ে ফিলিস্তিনিদের অবস্থান ব্যাখ্যা করতে গিয়ে রিয়াদ আল মালিকি এ মন্তব্য করেছেন বলে জানিয়েছে আলজাজিরা।
মঙ্গলবার ইসরাইলের একটি সরকারপন্থী সংবাদমাধ্যমে প্রকাশ হয় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ইসরাইলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর স্বাক্ষরিত শান্তি পরিকল্পনা।
ইসরাইল ঘেঁষা শান্তি পরিকল্পনা রমজানের পর এটি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করার কথা রয়েছে।
Add Comment