মোবাইলের পাসওয়ার্ড না দেয়ায় স্ত্রীকে এসিডে পুড়িয়ে মারলো স্বামী

মোবাইল ফোনের পাসওয়ার্ড না দেয়ায় সন্তানদের সামনেই স্ত্রীকে এসিডে পুড়িয়ে মেরেছেন এক পাষণ্ড স্বামী। সংযুক্ত আরব আমিরাতের ওই স্বামীকে মৃত্যুদণ্ড দিয়েছে আবু ধাবির একটি আদালত।
গালফ নিউজের খবরে প্রকাশ, ওই স্বামী তার স্ত্রীকে পরকীয়া সম্পর্কের সন্দেহ করছিলেন। তবে খবরে ওই ব্যক্তির পরিচয় প্রকাশ করা হয়নি।
আরবি দৈনিক ইমারত আল ইউমের খবরে প্রকাশ, আদালতের নথি থেকে জানা যায়, ওই দম্পতির ১৭ বছর আগে বিয়ে হয়েছিল এবং তাদের ছয়টি সন্তান রয়েছে, যাদের বয়স ৩ থেকে ১৬ বছর।
ওই নারী তালাকের দরখাস্ত করলে তার স্বামী সামাজিক যোগাযোগ মাধ্যমে পরকীয়ার সন্দেহ করেন এবং তাকে হত্যার পরিকল্পনা করেন।
ওই দম্পতির ১৬ বছর বয়সী সবচেয়ে বড় ছেলে জবানবন্দিতে জানায়, তাদের বাবা ওই দিন একটি কালো ব্যাগ নিয়ে বাড়িতে আসেন এবং তাদের মায়ের কাছে মোবাইল ফোনের পাসওয়ার্ড চান। তিনি তা দিতে অস্বীকার করলে বাবা মারাত্মক রাগান্বিত হয়ে যান এবং কালো ব্যাগ থেকে এসিডের বোতল বের করেন। পরে তার মায়ের মুখে এসিড ঢেলে দেন। এসিডে আক্রান্ত তাদের মা যখন যন্ত্রণায় ছটফট করছিলেন তখন তাদের বাবা বের হয়ে গাড়ি চালিয়ে চলে যান।
ছেলে আরো জানায়, এসিড আক্রান্ত মা তাদের ঠাণ্ডা পানি দিয়ে আক্রান্ত স্থান ধুইতে বলে। এক পর্যায়ে তাদের হাতের উপরই তাদের মায়ের মৃত্যু হয়।
ঘটনার তদন্তে আরো জানা যায়, ওই ব্যক্তির বিরুদ্ধে মাদকাসক্ত থাকার অভিযোগ পাওয়া যায়। তিনি এর আগে জেলও কেটেছিলেন।
Add Comment