মোদি ভারতের সবচেয়ে বড় আপদ: মমতা

Post Iamge

Advertise

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ভারতের সবচেয়ে বড় আপদ বলে মনে করেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

তিনি বলেন, পশ্চিমবঙ্গে দাঙ্গা লাগিয়ে রাজনৈতিকভাবে ফায়দা লুটতে চায় বিজেপি। কিন্তু সে চেষ্টা সফল হবে না বলে জানান মমতা। খবর এনডিটিভির।

মেটিয়াবুরুজে সোমবার এক জনসভায় মুখ্যমন্ত্রী এসব কথা বলেন। তিনি আরও বলেন, ‘আমি মরে গেলেও রাজ্যে একটা দাঙ্গা করতে কাউকে দেব না।'

তার অভিযোগ, ডায়মন্ডহারবার লোকসভা কেন্দ্রের নির্বাচনে জিততে দাঙ্গা করার পরিকল্পনা নিয়েছে বিজেপি।

তিনি বলেন, দেশের সবচেয়ে বড় আপদ মোদি। বাংলা এমন একটা জায়গা যেখানে সব ধর্মের মানুষ একসঙ্গে মিলেমিশে থাকে। আমি আমার জীবন দিয়ে দেব কিন্তু বাংলায় দাঙ্গা করতে দেব না।

 

সম্পর্কিত পোস্ট

Add Comment

অন্যান্য সংবাদ

নিউজলেটার জন্য সাবস্ক্রাইব করুন

আপনার ইনবক্সে সেরা খবর পেতে সাবস্ক্রাইব করুন । আমরা আপনাকে স্প্যাম করব না এবং আমরা আপনার গোপনীয়তাকে সম্মান করি।