মেসির কাছে হারলেও খুশি এমবাপ্পে

Post Iamge

Advertise

ইউরোপিয়ান গোল্ডেন স্যু’র দৌড়ে এগিয়ে আর্জেন্টাইন তারকা লিওনেল মেসি। চলতি মৌসুমে লা লিগায় মেসির সংগ্রহ ৩৬ গোল। আর পুরো মৌসুমে পেয়েছেন ৫০ গোল। মেসির চেয়ে চার গোল পিছিয়ে থেকে দ্বিতীয় স্থানে আছেন ফরাসি তারকা কিলিয়ান এমবাপ্পে। লিগ ওয়ানে এমবাপ্পে ৩২ গোল পেয়েছেন। লীগের শেষ ম্যাচে রেইমসের বিপক্ষে পাঁচ গোল করতে পারলে মেসিকে পিছনের ফেলবেন এই ফরাসি বিস্ময়বালক। চলতি মৌসুমে ফরাসি লীগের সেরা ফুটবলারের পুরস্কার পয়েছেন এমবাপ্পে। পুরস্কার পাওয়ার পর এমবাপ্পে বলেন, ‘শেষ ম্যাচে একাধিক গোল কারাই আমার লক্ষ্যই থাকবে। তবে প্রতিপক্ষের জালে পাঁচবার  বল জালে জোড়ানো বেশ কঠিন হবে। তবে আমার এখনো একটা ম্যাচ আছে। আর আমার কিছু হারানোর নাই।’
গোল্ডেন স্যু’য়ের প্রতিযোগিতায় মেসির কাছে হারাও সম্মানের বলে মনে করেন ২০ বছর বয়সী এই ফুটবলার। এমবাপ্পে বলেন, ‘সর্বাধিক গোলদাতা র লাড়াইয়ে মেসির কাছে হার মানাও সথেষ্ট গৌববের। বিশ্বের অন্যতম সেরা ফুটবলারের সঙ্গে লাস্ট রাউন্ড পর্যন্ত লড়াইয়ে থাকতে পেরে আমি খুশি।’ 
 

সম্পর্কিত পোস্ট

Add Comment

অন্যান্য সংবাদ