মায়ের কবরেই শায়িত হবেন খালিদ হোসেন

Post Iamge

Advertise

একুশে পদকপ্রাপ্ত নজরুলসংগীতশিল্পী, গবেষক ও স্বরলিপিকার খালিদ হোসেনকে কুষ্টিয়ায় তার মায়ের কবরেই চিরশায়িত করা হবে। বিষয়টি জানিয়েছেন তার ছেলে আসিফ। তার আগে সকালে এই শিল্পীর মরদেহ নেওয়া হয় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম ইনস্টিটিউটে। গতকাল রাত ১০টা ১৫ মিনিটে ঢাকার জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) শেষ নিঃশ্বাস ত্যাগ করেন খালিদ হোসেন। তার বয়স হয়েছিল ৮৪ বছর। মোহাম্মদপুরের তাজমহল রোডের বাইতুল আমান মিনা মসজিদে প্রথম নামাজে জানাজা সম্পন্ন হওয়ার পর সকাল ১০টায় খালিদ হোসেনের মরদেহ জাতীয় কবি কাজী নজরুল ইসলাম ইনস্টিটিউটে নেওয়া হয়। এরপর কুষ্টিয়ার  কোর্টপাড়ায় অসিয়ত মতো তার মায়ের কবরেই সমাহিত করা হবে খালিদ হোসেনকে। 
 

সম্পর্কিত পোস্ট

Add Comment

অন্যান্য সংবাদ

নিউজলেটার জন্য সাবস্ক্রাইব করুন

আপনার ইনবক্সে সেরা খবর পেতে সাবস্ক্রাইব করুন । আমরা আপনাকে স্প্যাম করব না এবং আমরা আপনার গোপনীয়তাকে সম্মান করি।