মওদুদকে দেখতে হাসপাতালে মির্জা ফখরুল

Post Iamge

Advertise

বুকে ব্যথা ও শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে চিকিৎসাধীন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদকে দেখতে গেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রোববার রাতে রাজধানীর অ্যাপোলো হাসপাতালে যান তিনি।

মির্জা ফখরুল এ সময় ব্যারিস্টার মওদুদ আহমদের পরিবারের সঙ্গে কথা বলেন। মওদুদের স্বাস্থ্যের খোঁজখবর নেন এবং তার দ্রুত আরোগ্য কামনা করেন।

বিষয়টি নিশ্চিত করেছেন মওদুদ আহমদের ব্যক্তিগত এপিএস সুজন। তিনি জানান, আদালতে মামলার হাজিরা দিতে গেলে সেখানে সাবেক আইনমন্ত্রী মওদুদ অসুস্থ হয়ে পড়েন। এ সময় তিনি বুকে ব্যথা অনুভব করেন। সেখান থেকে তাকে অ্যাপোলো হাসপাতালে নেয়া হয়। চিকিৎসকরা তাকে করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) নিয়ে নিবিড় পর্যবেক্ষণে রাখেন।

তার সঙ্গে রয়েছেন স্ত্রী হাসনা মওদুদ। তার পরিবার মওদুদ আহমদের সুস্থতার জন্য দেশবাসীর দোয়া চেয়েছেন।

ব্যারিস্টার মওদুদের অসুস্থতার খবর পাওয়ার পর বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ সিনিয়র নেতারা খোঁজখবর নিচ্ছেন।

সম্পর্কিত পোস্ট

Add Comment

অন্যান্য সংবাদ

নিউজলেটার জন্য সাবস্ক্রাইব করুন

আপনার ইনবক্সে সেরা খবর পেতে সাবস্ক্রাইব করুন । আমরা আপনাকে স্প্যাম করব না এবং আমরা আপনার গোপনীয়তাকে সম্মান করি।