ভূমধ্যসাগরে নৌকা ডুবে বাংলাদেশিদের মৃত্যুতে এরশাদের শোক

Post Iamge

Advertise

ভূমধ্যসাগর পাড়ি দেয়ার সময় উত্তর আফ্রিকার দেশ তিউনিশিয়ার উপকূলে অভিবাসী বোঝাই নৌকা ডুবে বাংলাদেশিদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বিরোধীদলীয় নেতা সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ।

রোববার এক শোকবার্তায় নিহতদের আত্মার শান্তি কামনা করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান এরশাদ।

শোকবার্তায় এরশাদ বলেন, উন্নত জীবনের আশায় বাংলাদেশিদের এমন করুণ মৃত্যু মেনে নেয়া যায় না। দুঃখজনক এমন মৃত্যু যেন আর কোনো বাংলাদেশির জীবনে না ঘটে। সে জন্য সংশ্লিষ্ট সবাইকে সচেতন হতেও অনুরোধ জানান তিনি।

ভূমধ্যসাগরে নৌকাডুবির ঘটনায় জাতীয় পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জিএম কাদের, বিরোধীদলীয় উপনেতা ও জাতীয় পার্টির সিনিয়র কো-চেয়ারম্যান বেগম রওশন এরশাদ এবং বিরোধীদলীয় চিফ হুইপ ও জাতীয় পার্টির মহাসচিব মসিউর রহমান রাঙ্গা শোক ও দুঃখ প্রকাশ করেছেন।

সম্পর্কিত পোস্ট

Add Comment

অন্যান্য সংবাদ

নিউজলেটার জন্য সাবস্ক্রাইব করুন

আপনার ইনবক্সে সেরা খবর পেতে সাবস্ক্রাইব করুন । আমরা আপনাকে স্প্যাম করব না এবং আমরা আপনার গোপনীয়তাকে সম্মান করি।