ভুল ইংরেজি বলে ট্রলড শুভশ্রী

Post Iamge

Advertise

‘ইংরেজি বলতে পারেন না যখন বলতে যান কেন?’-এমন প্রশ্নের মুখোমুখি হচ্ছেন টালিউড অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলি। সোশ্যাল মিডিয়ায় ট্রলের স্বীকার হচ্ছেন মুর্হুমুহু।

গত মাসের শেষের দিকে বিয়ের এক বছর পূর্তি উপলক্ষে স্বামী রাজ চক্রবর্তীর সঙ্গে দুবাই গিয়েছিলেন তিনি। সেখানে এবার স্কাই ডাইভিং করলেন।

স্কাই ডাইভিংয়ের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করেন তিনি, যা বেশ ভাইরাল হয়।

তবে নিজের প্রথম স্কাই ডাইভিংয়ের অভিজ্ঞতা শেয়ার করে বেশ বিপাকে পড়েছেন এই চিত্রতারকা।

ওই ভিডিওতে তাকে ভুল ইংরেজি বলতে দেখা যায়। ভিডিওটি পোস্টের পরই সমালোচনা শুরু হয় শুভশ্রীকে নিয়ে।

নিজের ইনস্টাগ্রাম প্রোফাইলে পোস্ট করা ওই ভিডিওতে শুভশ্রী বলেন, ‘আই উইল গোয়িং টু লিভ মাই ড্রিম।’

আর কথাটি মাটিতে পড়তে দেয়নি নেটজনতা। এই ভুল ইংরেজী বলায় একের পর এক সমালোচকদের আগমন হতে থাকে শুভশ্রীর ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে।

অনেকেই শুভশ্রীর ভুল ধরিয়ে দিয়ে কমেন্ট বক্সে লিখেছেন, ‘আই উইল গোয়িং টু’ হয় না ‘আই অ্যাম গোয়িং টু’ হয়।

এতেই ক্ষান্ত হননি তারা। তারা লিখেছেন, ‘ইংরেজি না বলতে পারাটা লজ্জার নয় তবে ভুল ইংরেজি বলাটা লজ্জার। ইংরেজি না জানলে বাংলায় বলুন। তবে ভুলভাল ইংরেজি বলার কী প্রয়োজন?।’

কেউ কেউে একটু বাড়িয়ে লিখেছেন, ‘ সেলিব্রেটি হলেই যে ইংরেজি আওড়াতে হবে এমনটা নয়। নিজের ভাষাকে সম্মান দিন।’

কেউ লিখেছেন, ‘মাতৃভাষায় কথা বলাটা গর্বের। সেটাই করুন যেটা আপনার দ্বারা সম্ভব।’

এতোসব নেতিবাচক মন্তব্যের পাশাপাশি ইতিবাচক মন্তব্যও এসেছে শুভশ্রীর জন।

শুভশ্রীর সমর্থনে তার ভক্তরা লিখেছেন, ‘ইংরেজি বলতে ভুল হতেই পারে। জীবনের প্রথম স্কাই ডাইভিংয়ের অভিজ্ঞতার কথা বলতে গেলে আপ্লুত হতেই পারেন। তাই বলে কারও সমালোচনা করা উচিত নয়। অভিনেত্রীর ওপর এভাবে ঝাঁপিয়ে পড়া একেবারেই গ্রহণযোগ্য নয়।’

এদিকে স্কাই ডাইভিংয়ের ভিডিও শেয়ার করে এমন সমালোচিত ও ট্রলড হবেন তা কল্পনাও করতে পারেননি শুভশ্রী। যদিও এই বিষয়ে কোনো মন্তব্য আসেনি শুভশ্রীর পক্ষ থেকে।

সম্পর্কিত পোস্ট

Add Comment

অন্যান্য সংবাদ

নিউজলেটার জন্য সাবস্ক্রাইব করুন

আপনার ইনবক্সে সেরা খবর পেতে সাবস্ক্রাইব করুন । আমরা আপনাকে স্প্যাম করব না এবং আমরা আপনার গোপনীয়তাকে সম্মান করি।