ভারতের জেলে মুসলিমদের সঙ্গে রোজা রাখছেন হিন্দু বন্দিরাও

Post Iamge

Advertise

ভারতের বিভিন্ন জেলে হিন্দু ও মুসলমানের মধ্যে সম্প্রতির বন্ধন দৃঢ় হচ্ছে। বেশ কয়েকটি জেলখানায় মুসলমান বন্দিদের সঙ্গে সংহতি জানিয়ে রমজান মাসে রোজা রাখছেন হিন্দু বন্দিরাও।

জেলসুপারের বরাত হিন্দুস্তান টাইমস জানায়, প্রতি বছর হিন্দু বন্দিদের রোজা রাখার প্রবণতা বাড়ছে।

তিনি জানান, গত বছর দিল্লির তিহার জেলে হিন্দু রোজাদারের সংখ্যা ছিল ৫৯ জন। এ বছর রোজাদার হিন্দুর সংখ্যা বেড়ে ১৫০-এ দাঁড়িয়েছে।

হিন্দুস্তান টাইমস জানায়, তিহারের বিভিন্ন কারাগারে প্রায় ১৬ হাজার ৬৬৫ বন্দি রয়েছে। যার মধ্যে দুই হাজার ৬৫৮ মুসলিম ও হিন্দু বন্দি এ বছর রোজা পালন করছেন।

জেল কর্তৃপক্ষ রোজাদারদের জন্য খাবারসহ বিশেষ ব্যবস্থা করেছে জানিয়ে ওই প্রতিবেদনে বলা হয়, গত বছরের তুলনায় ৩ শতাংশ হিন্দু বন্দির মধ্যে রোজা রাখার আগ্রহ বেড়েছে।

হিন্দু বন্দিরা কেন রোজার প্রতি আগ্রহী হচ্ছেন, এর কয়েকটি কারণ থাকতে পারে বলে জানিয়েছেন জেলসুপার।

তিনি বলেন, হিন্দু বন্দিদের বেশিরভাগই তাদের মুসলমান বন্ধু বন্দির সঙ্গে একাত্মতা প্রকাশের জন্য রোজা রাখছে।

কারাগারে থাকা বন্দিরা ধর্মীয় কার্যক্রমে আগ্রহী হচ্ছেন জানিয়ে জেলসুপার বলেন, আমাদের পর্যবেক্ষণ হলো- ৮০ থেকে ৯০ শতাংশ বন্দি ধর্মীয় আচার পালনে আগ্রহী হয়ে উঠছেন।

অনেক বন্দি এ কারণে রোজা রাখছেন যে, যদি তারা প্রভুকে সন্তুষ্ট করতে পারে তা হলে শিগগিরিই তাদের মুক্তি মিলবে-জানান জেলসুপার। আত্মপ্রশান্তির জন্যও অনেক হিন্দু রোজা রাখছেন বলে জানান তিনি।

অনুরূপভাবে প্রতি বছর হিন্দুদের বিভিন্ন উৎসবে সংখ্যালঘু মুসলিম বন্দিরাও সংহতি প্রকাশ করে উপোস করেন।

জেলসুপার বলেন, হিন্দু-মুসলিম এ ধরনের সম্প্রীতি শুধু তিহার জেলেই নয়, ভারতের অন্যান্য জেলেও এমন ঘটনা বাড়ছে।

সম্পর্কিত পোস্ট

Add Comment

অন্যান্য সংবাদ

নিউজলেটার জন্য সাবস্ক্রাইব করুন

আপনার ইনবক্সে সেরা খবর পেতে সাবস্ক্রাইব করুন । আমরা আপনাকে স্প্যাম করব না এবং আমরা আপনার গোপনীয়তাকে সম্মান করি।