ভারতের চাল রফতানিতে ধাক্কা

বাংলাদেশে ধান উৎপাদন বেশি হওয়ায় ভারত থেকে চাল আমদানি কমে গেছে। এর প্রেক্ষিতে ২০১৮-১৯ অর্থবছরের এপ্রিল থেকে ফেব্রুয়ারি পর্যন্ত নয় মাসে বেশ ধাক্কা খেয়েছে ভারতের চাল রফতানি। সরকারি তথ্য অনুযায়ী, নানা কারণে পণ্যটি রফতানি কমেছে ৯ দশমিক ৪ শতাংশ।
বিশ্বের বিভিন্ন দেশের মধ্যে ভারতের চালের বড় ক্রেতা বাংলাদেশ। দেশটিতে এ সময় বাম্পার ফলন হওয়ায় ভারতের রফতানি ধাক্কা খেয়েছে। এতে আরও প্রভাব ফেলেছে চীন, আফ্রিকার নানা দেশে চাহিদা কমে যাওয়া। খবর রয়টার্স।
ভারতের কেন্দ্রীয় কৃষি ও প্রক্রিয়াজাত পণ্য রফতানি উন্নয়ন পর্ষদের হিসাব অনুযায়ী, রুপির অঙ্কে চাল রফতানি কমে দাঁড়িয়েছে ৪৫ হাজার ১১৪ কোটিতে। তবে সামগ্রিকভাবে চাল রফতানি কমলেও, বিদেশে ভারতের বাসমতি চালের কদর বেড়েছে।
গত অর্থবছরে তা রফতানি হয়েছে ২৮ হাজার ৫৯৯ কোটি টাকার। দাম নিয়ন্ত্রণে রাখতে এক দশক ধরে বাংলাদেশ থেকে চাল রফতানিতে সরকারি নিষেধাজ্ঞা চলছে।
Add Comment