ব্রাজিলের বারে বন্দুকধারীর গুলিতে নিহত ১১

Post Iamge

Advertise

ব্রাজিলের একটি বারে বন্দুকধারীর গুলিতে ১১ জন নিহত হয়েছেন।

রোববার দেশটির উত্তরাঞ্চলের একটি বারে এ হামলার ঘটনা ঘটে। খবর দ্য গার্ডিয়ান।

উত্তরাঞ্চলীয় প্যারারাজ্যের জননিরাপত্তা বিভাগ জানিয়েছে, বেলেম শহরের একটি বারে সাত বন্দুকধারী এলোপাতাড়ি গুলি চালায়। এতে ১১ ব্যক্তি নিহত হন।

তবে কী কারণে এ হত্যাকাণ্ড হয়েছে সে বিষয়ে কর্মকর্তারা কোনো কিছু জানাতে পারেননি।

জি১ নিউজ ওয়েবসাইটে পুলিশের বরাত দিয়ে বলা হয়েছে, হামলার ঘটনায় এক হামলাকারী আহত হয়েছেন। তাকে পুলিশ হেফাজতে রাখা হয়েছে।

হামলায় নিহতদের মধ্যে রয়েছে ছয় নারী ও পাঁচ পুরুষ। একটি মোটরসাইকেল এবং তিনটি গাড়িতে করে এসে হামলা চালায় সাত ব্যক্তি। হামলার পরপরই সেখান থেকে পালিয়ে যান তারা।

সম্পর্কিত পোস্ট

Add Comment

অন্যান্য সংবাদ

নিউজলেটার জন্য সাবস্ক্রাইব করুন

আপনার ইনবক্সে সেরা খবর পেতে সাবস্ক্রাইব করুন । আমরা আপনাকে স্প্যাম করব না এবং আমরা আপনার গোপনীয়তাকে সম্মান করি।