বিসিএস প্রশ্নপত্র ফাঁস চক্রের ৫ সদস্য গ্রেফতার

৪০তম বিসিএস পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস চক্রের পাঁচ সদস্যকে গ্রেফতার করেছে মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) সিরিয়াস ক্রাইম ইনভেস্টিগেশন বিভাগ।
তাদের মধ্যে তিনজন পরীক্ষার্থী ছিলেন। অপর দু’জন ইলেকট্রিক ডিভাইসের মাধ্যমে তাদের প্রশ্নের উত্তর সমাধান করে দিচ্ছিলেন বাইরে থেকে।
শুক্রবার পরীক্ষা চলাকালীন ঢাকার তিনটি পরীক্ষা কেন্দ্র ও মিরপুর থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতার ব্যক্তিরা হলেন- জাফর আহমেদ, নাজমুল হায়দার, রাশিদ উদ্দিন, ওবাইদুল্লাহ আল মামুন ও আবু ওবাইদা রাহিদ।
এ ঘটনায় নিউমার্কেট থানায় সিরিয়াস ক্রাইম ইনভেস্টিগেশন বিভাগের এসআই সুশংকর মল্লিক মামলা করেছেন। আসামিরা সবাই কোচিং সেন্টারের সঙ্গে জড়িত।
Add Comment