বিশ্বকাপে পাকিস্তানের ইস্কাফনের টেক্কা বাবর

Post Iamge

Advertise

দুয়ারে আইসিসি ওয়ানডে বিশ্বকাপ-২০১৯। আগামী ৩০ মে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলসে গড়াবে ক্রিকেটের সর্বোচ্চ আসরের দ্বাদশ টুর্নামেন্ট। বিশ্বমঞ্চে কারা দ্যুতি ছড়াবেন ইতিমধ্যে এ নিয়ে শুরু হয়ে গেছে জল্পনা-কল্পনা।

ক্রিকেটবোদ্ধাদের মতে, এবারের বিশ্বকাপে পাকিস্তানের ইস্কাফনের টেক্কা বাবর আজম। জাতীয় দলের জার্সি গায়ে তার অভিষেক হয় ২০১৫ সালে। এরপর থেকেই ফর্মের মগডালে আছেন তিনি। লম্বা সময় ধরে দুর্দান্ত পারফর্ম করে আসছেন। ব্যাট হাতে দারুণ ধারাবাহিক। ঝুলিতে রয়েছে সব অনন্য স্কিল। দলের প্রয়োজনে যেমন প্রতিপক্ষ বোলারের ওপর চড়াও হতে পারেন, তেমন বিপর্যয়ে দেখে খেলতেও সিদ্ধহস্ত। তাই পাক কোচ মিকি আর্থার আসন্ন বিশ্বকাপে ওর ওপরেই আস্থা রাখছেন।

বাবর ইতিমধ্যে কয়েকটি উল্লেখযোগ্য রেকর্ডের মালিক বনে গেছেন। ২০১৭ সালে মাত্র ২১ ইনিংসে ১০০০ রান করে ওয়ানডেতে ভেঙে দিয়েছেন নিজের আইডল বিরাট কোহলির দ্রুততম ১ হাজার রানের রেকর্ড। এখন পর্যন্ত এ টপঅর্ডার এই সংষ্করণে ৫৯ ম্যাচ খেলে ৫১.২৯ গড়ে করেছেন ২ হাজার ৫০০ রান। বর্তমার ওডিআই র‌্যাংকিংয়ে অবস্থান করছেন সেরা দশের সাত নম্বরে।

পাশাপাশি টি-টোয়েন্টি র‌্যাংকিয়ে প্রথম স্থানে রয়েছেন বাবর। এ ফরম্যাটেও কোহলির দ্রুততম ১ হাজার রান করার রেকর্ড ভেঙেছেন তিনি। এ মুহূর্তে আগুনে ফর্মে আছেন ডানহাতি ব্যাটার। সবশেষ রোববার ইংল্যান্ড সফরে স্বাগতিকদের বিপক্ষে একমাত্র টি-টোয়েন্টি ম্যাচে হাঁকিয়েছেন ফিফটি। তাই তরুণদের মাঝে অভিজ্ঞতাসম্পন্ন এ ব্যাটসম্যান হতে পারেন বিশ্বকাপে সর্বোচ্চ রান স্কোরার।

সম্পর্কিত পোস্ট

Add Comment

অন্যান্য সংবাদ

নিউজলেটার জন্য সাবস্ক্রাইব করুন

আপনার ইনবক্সে সেরা খবর পেতে সাবস্ক্রাইব করুন । আমরা আপনাকে স্প্যাম করব না এবং আমরা আপনার গোপনীয়তাকে সম্মান করি।