বিশ্বকাপের আগে ভারতীয় শিবিরে দুঃসংবাদ

Post Iamge

Advertise

বিশ্বকাপের আগে ভারতীয় শিবিরে দুঃসংবাদ। ইনজুরিতে পড়েছেন অলরাউন্ডার বিজয় শঙ্কর। অনুশীলনে ডান হাতে আঘাত পেয়েছেন তিনি।

শনিবার নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম বিশ্বকাপ প্রস্তুতি ম্যাচ খেলবে ভারত। এর আগে ইনজুরিতে পড়লেন বিজয়। ম্যাচপূর্ববর্তী অনুশীলনে বাঁহাতি পেসার খলিল আহমেদের বাউন্সারে পুল শট খেলতে গিয়ে আঘাত পান তিনি। সঙ্গে সঙ্গে ফিরে যান ড্রেসিংরুমে।

স্ট্যান্ডবাই কোটায় ভারতীর দলের সঙ্গে ইংল্যান্ড সফর করছেন বিজয়। নিউজিল্যান্ডের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে তিনি খেলবেন কিনা, সেটা এখনও নিশ্চিত নয়। বিসিসিআইয়ের তরফে এখনও কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।

বিজয়ের ইনজুরি ভারতীয় ম্যানেজমেন্টের কপালে চিন্তার ভাঁজ ফেলতে পারে। কারণ, আরেক অলরাউন্ডার কেদার যাদব ইনজুরি থেকে এখনও পুরোপুরি সেরে উঠেননি। আইপিএলে খেলার সময় চোট পান তিনি। এদিন হালকা অনুশীলন করেছেন।

তবে ম্যাচ খেলার জন্য সম্পূর্ণ ফিট নন কেদার। কিউইদের বিপক্ষে প্রথম প্রস্তুতি ম্যাচে তার খেলার সম্ভাবনা নেই। বিজয় শতভাগ সুস্থ না হলে কে এল রাহুলকে ভারতীয় ব্যাটিংঅর্ডারে চার নম্বরে দেখা যেতে পারে বলে জানা গেছে।

সম্পর্কিত পোস্ট

Add Comment

অন্যান্য সংবাদ

নিউজলেটার জন্য সাবস্ক্রাইব করুন

আপনার ইনবক্সে সেরা খবর পেতে সাবস্ক্রাইব করুন । আমরা আপনাকে স্প্যাম করব না এবং আমরা আপনার গোপনীয়তাকে সম্মান করি।