বিচারপতি সালমা মাসুদের বিরুদ্ধে রায় পাল্টে দেয়ার অভিযোগ

Post Iamge

Advertise

হাইকোর্টের বিচারপতি সালমা মাসুদ চৌধুরীর বিরুদ্ধে রায় পাল্টে দেয়ার অভিযোগে উঠেছে। ন্যাশনাল ব্যাংকের ঋণসংক্রান্ত এক রিট মামলায় অবৈধভাবে ডিক্রি জারির মাধ্যমে তিনি রায় পাল্টে দেন বলে অভিযোগ করেছেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। এর পর আদালত ঋণসংক্রান্ত এ মামলার হাইকোর্ট ও বিচারিক আদালতের সব রায় বাতিল ঘোষণা করেন।

বৃহস্পতিবার প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বাধীন আপিল বেঞ্চে এ অভিযোগ তোলেন রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা মাহবুবে আলম।

অভিযোগ শুনে আপিল বিভাগ উদ্বেগ প্রকাশ করে বলেন, কত টাকার বিনিময়ে এ রায় পাল্টে দেয়া হয়েছে, আমাদের তা জানান। এমন আদেশ হাইকোর্ট দিতে পারেন না- এটি নজিরবিহীন।

পরে অ্যাটর্নি জেনারেল, সুপ্রিমকোর্টের জ্যেষ্ঠ আইনজীবী খন্দকার মাহবুব হোসেন, ফিদা এম কামাল ও রোকনউদ্দিন মাহমুদসহ বেশ কয়েকজন আইনজীবী প্রধান বিচারপতিকে বিচারপতি সালমা মাসুদের বিরুদ্ধে রাষ্ট্রপতির কাছে অভিযোগ করার পরামর্শ দেন।

সম্পর্কিত পোস্ট

Add Comment

অন্যান্য সংবাদ

নিউজলেটার জন্য সাবস্ক্রাইব করুন

আপনার ইনবক্সে সেরা খবর পেতে সাবস্ক্রাইব করুন । আমরা আপনাকে স্প্যাম করব না এবং আমরা আপনার গোপনীয়তাকে সম্মান করি।