বালাকোটে ব্যর্থতার পর এবার ইসরাইলের নিকট থেকে বোমা কিনবে ভারত

Post Iamge

Advertise

ভারতীয় বিমান বাহিনী বা আইএএফ কংক্রিটের তৈরি মজবুত ইমারত এবং বাঙ্কার ধ্বংস করে দিতে সক্ষম স্পাইস-২০০০ বোমার শক্তিশালী সংস্করণ কেনার পরিকল্পনা করেছে। ইহুদিবাদী ইসরাইলের তৈরি এ বোমা ফেলে মুহূর্তের মধ্যেই শত্রু বাঙ্কার বা অট্টালিকা গুড়িয়ে দেয়া সম্ভব হবে।

চলতি বছরের ফেব্রুয়ারি মাসের ২৬ তারিখে পাকিস্তানের বালাকোটে হামলায় আইএএফের মিরেজ-২০০০ যুদ্ধবিমান স্পাইস-২০০০ ব্যবহার করেছিল। অবশ্য, সে সব বোমা কংক্রিটের কাঠামো গুড়িয়ে দেয়ার মতো শক্তিশালী ছিল না।

 

ভারতীয় সংবাদ মাধ্যমে প্রকাশিত খবরে বলা হয়েছে, আইএএফ এখন যে বোমা কেনার পরিকল্পনা করছে তাতে কংক্রিটের দালান বা বাঙ্কার ধ্বংস করে দেয়ার উপযোগী মার্ক-৮৪ বিস্ফোরক বা ওয়ারহেড বসানো থাকবে।

ভারতীয় তিন বাহিনীর প্রধানদের জরুরি ক্ষমতা দেয়া আছে। এ ক্ষমতা প্রয়োগ করে তিনশ কোটি রুপি ব্যয় করে তারা নিজেদের পছন্দমতো সামরিক সরঞ্জাম বা যন্ত্রপাতি কিনতে পারেন।

ভারতীয় বিমান বাহিনীর অন্যতম প্রধান অস্ত্র এবং গোলাবারুদ সরবরাহকারী হলো ইসরাইল। স্পাইস-২০০০'এর উন্নত সংস্করণও ইসরাইলের কাছ থেকে কেনার পরিকল্পনা করেছে আইএএফ। ভারতীয় বিমান বাহিনী প্রধান এসব অস্ত্র ক্রয়ের জন্য জরুরি ক্ষমতা ব্যবহার করবেন।

 

স্পাইস-২০০০ বোমায় শক্তিশালী বিস্ফোরক বা ওয়ারহেড বসানোর ব্যবস্থা আছে এবং প্রয়োজন অনুযায়ী এমকে-৮৪, বিএলইউ-১০৯, এপিডব্লিউ এবং আরএপি-২০০০ বসানো যায়।

এদিকে, ভারতীয় সেনাবাহিনীও জরুরি ক্ষমতা প্রয়োগ করে ইসরাইলের কাছ থেকে ট্যাংক বিধ্বংসী স্পাইক ক্ষেপণাস্ত্র কেনার সিদ্ধান্ত নিয়েছে। সূত্র : পার্সটুডে।

সম্পর্কিত পোস্ট

Add Comment

অন্যান্য সংবাদ