বাংলাদেশের বিপক্ষে যেমন হতে পারে আয়ারল্যান্ড একাদশ

ত্রিদেশীয় সিরিজে নিজেদের প্রথম ওয়ানডেতে যাচ্ছেতাইভাবে হেরেছে আয়ারল্যান্ড। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ১৯৬ রানের বিশাল ব্যবধানে হেরেছে তারা।
তাই বাংলাদেশের বিপক্ষে জিতে পয়েন্ট টেবিলে নামের জ্যৌতি বাড়াতে চায় আইরিশরা। বৃহস্পতিবার ডাবলিনের মালাহাইডে সেই লক্ষ্যেই টাইগারদের মোকাবেলা করবে তারা।
তবে পরিসংখ্যানের দিকে তাকালে মন খারাপ হতে পারে স্বাগতিকদের। বাংলাদেশের বিপক্ষে এখন পর্যন্ত ৯টি ওয়ানডে খেলে ৬টিতেই হেরেছে তারা।
তবুও আয়ারল্যান্ড একাদশে পরিবর্তনের ইঙ্গিত নেই। টপঅর্ডার সামলাবেন উইলিয়াম পোর্টারফিল্ড, পল স্টার্লিং, আন্ডি বালবির্নি ও লরকান টাকার।
মিডলঅর্ডারে হাল ধরবেন কেভিন ও'ব্রায়েন, গ্যারি উইলসন (উইকেটরক্ষক), জর্জ ডকরেল, টিম মুরতাঘ। স্পিনারের দায়িত্বও পালন করবেন ডকরেল।
পেস আক্রমণে ভরসা বয়েড র্যাংকিন। তাকে সমর্থন জোগাবেন টিম মুরতাঘ, ব্যারি ম্যাকার্থি ও জশ লিটল।
সম্ভাব্য আয়ারল্যান্ড একাদশ
উইলিয়াম পোর্টারফিল্ড (অধিনায়ক), পল স্টার্লিং, আন্ডি বালবির্নি, লরকান টাকার, কেভিন ও'ব্রায়েন, গ্যারি উইলসন (উইকেটরক্ষক), জর্জ ডকরেল, টিম মুরতাঘ, ব্যারি ম্যাকার্থি, জশ লিটল ও বয়েড র্যাংকিন।
Add Comment