বল ইরানের কোর্টে, যুদ্ধ চায় না সৌদি আরব

Post Iamge

Advertise

বল এখন ইরানের কোর্টে। তাই ইরানের সঙ্গে যুদ্ধ চায় না সৌদি আরবও। তবে সৌদি তেল সম্পদের ওপর গত সপ্তাহের হামলার পর সব শক্তি দিয়ে তাদের প্রতিক্রিয়া জানাতে প্রস্তুত রয়েছে তারা।

রোববার সৌদি আরবের প্রতিমন্ত্রী আদেল আল জুবায়ের এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন। খবর রয়টার্সের।

ইয়েমেনের হুতি গ্রুপের দাবি, মঙ্গলবার সৌদি আবরেব তেল পাম্প স্টেশনে ড্রোন হামলার জন্য তেহরানকে দায়ী করেছে রিয়াদ।

হামলাটি সংযুক্ত আরব আমিরাতের সমুদ্র উপকূলে সৌদি আরবের দুটি তেল ট্যাংকারসহ চারটি জাহাজ ক্ষতিগ্রস্ত হওয়ার চার দিন পর করা হয়।

ইরান অবশ্য এ হামলার দায় পুরোপুরি অস্বীকার করেছে।

এদিকে সৌদি আরবের পররাষ্ট্রবিষয়ক প্রতিমন্ত্রী আদেল আল জুবায়ের বলেন, সৌদি আরব চায় না এই অঞ্চলে কোনো যুদ্ধবিগ্রহ সংঘটিত হোক।

তিনি বলেন, এই যুদ্ধটি প্রতিরোধ করার জন্য যা করা প্রয়োজন তা আমরা করব এবং এটাও নিশ্চিত করতে চাই যে অন্য পক্ষও যাতে যুদ্ধটি থেকে বিরত থাকে। সৌদি এ বিষয়টি সব শক্তি ও দৃঢ়তার সঙ্গে সাড়া দেবে এবং পাশাপাশি এটি নিজের এবং অন্যদের স্বার্থ রক্ষায় সহায়ক ভূমিকা পালন করবে, বলেন তিনি।

সম্পর্কিত পোস্ট

Add Comment

অন্যান্য সংবাদ

নিউজলেটার জন্য সাবস্ক্রাইব করুন

আপনার ইনবক্সে সেরা খবর পেতে সাবস্ক্রাইব করুন । আমরা আপনাকে স্প্যাম করব না এবং আমরা আপনার গোপনীয়তাকে সম্মান করি।