ফ্লোরিডায় রানওয়ে থেকে ছিটকে নদীতে যাত্রীবাহী বিমান

Post Iamge

Advertise

ফ্লোরিডায় ১৩৬ আরোহী নিয়ে ফ্লাইট অবতরণের সময় রানওয়ে থেকে ছিটকে এসটি জনস নদীতে গিয়ে পড়েছে বোয়িং-৭৩৭ মডেলের একটি বিমান।

শুক্রবার রাতে জ্যাকসনভিল বিমানবন্দরে এ দুর্ঘটনা ঘটে। তবে এই ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। খবর দ্য গার্ডিয়ানের।

ইতিমধ্যেই যুক্তরাষ্ট্র সরকার বিমানের আরোহীদের উদ্ধার অভিযান শুরু করেছে।

বিমান কর্তৃপক্ষ জানিয়েছে, স্থানীয় সময় রাত সাড়ে ৯টার দিকে ফ্লোরিডার জ্যাকসনভিলের কাছে নৌসেনা ঘাঁটির বিমানবন্দরে অবতরণ করে বিমানটি।

কিন্তু রানওয়েতে অবতরণ করতেই পিছলে গিয়ে পড়ে পাশের সেন্ট জনস নদীতে। প্লেন নদীতে গিয়ে পড়ার পরপরই উদ্ধার তৎপরতা শুরু করে উদ্ধারকর্মীরা। এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

জ্যাকসনভিলের নেভাল এয়ার স্টেশনের মুখপাত্র জানান, যেখানে গিয়ে প্লেনটি পড়েছে, সেখানে পানি কম ছিল। যে কারণে প্লেনটি পানিতে নিমজ্জিত হয়নি।

এদিকে জ্যাকসনভিলের মেয়র টুইটারে জানিয়েছেন, বিমানের সব আরোহীই অক্ষত রয়েছেন। আপাতত ওই বিমানের জ্বালানি যাতে নদীতে মিশে তা দূষিত না হয় সে চেষ্টা করা হচ্ছে।

সম্পর্কিত পোস্ট

Add Comment

অন্যান্য সংবাদ

নিউজলেটার জন্য সাবস্ক্রাইব করুন

আপনার ইনবক্সে সেরা খবর পেতে সাবস্ক্রাইব করুন । আমরা আপনাকে স্প্যাম করব না এবং আমরা আপনার গোপনীয়তাকে সম্মান করি।