ফ্রন্টলাইনে আমির শাহীন হাসনাইনকে চান রমিজ রাজা

Post Iamge

Advertise

বিশ্বকাপ খেলতে সবার আগে ইংল্যান্ডে পৌঁছেছে পাকিস্তান ক্রিকেট দল। সেখানে প্রস্তুতি ম্যাচে টানা তিন জয় পেয়েছে সরফরাজ বাহিনী। হ্যাটট্রিক জয়ে রীতিমতো উড়ছেন তারা। সেই ধারা বজায় রাখতে আসন্ন ইংলিশদের বিপক্ষে সিরিজে পাকিস্তানের বোলিং ফ্রন্টলাইনে তিন পেসার দেখতে চান দেশটির সাবেক ক্রিকেটার ও জনপ্রিয় ধারাভাষ্যকার রমিজ রাজা। তারা হলেন মোহাম্মদ আমির, শাহীন শাহ আফ্রিদি ও মোহাম্মদ হাসনাইন।

প্রস্তুতি ম্যাচগুলো ছিল ইংলিশ কাউন্টি ক্লাবের বিপক্ষে। পাকিস্তানের আসল লড়াইটা শুরু হবে আগামী রোববার থেকে। এদিন ইংল্যান্ডের বিপক্ষে কার্ডিফে একমাত্র টি-টোয়েন্টি ম্যাচ খেলবেন সফরকারীরা। এরপর স্বাগতিকদের সঙ্গে বিশ্বকাপের আগে পাঁচ ম্যাচ ওয়ানডে সিরিজ খেলবেন তারা। আগামী ৮ মে ওভালে হবে প্রথম ওয়ানডে।

রমিজ রাজা মনে করেন, আসন্ন সিরিজে ভালো করলে বিশ্বকাপে দুর্দান্ত কিছু করার জ্বালানি পাবে পাকিস্তান। এজন্য পেসারদের প্রাধান্য দিচ্ছেন তিনি। নেপথ্যে জোরাল যুক্তিও উপস্থাপন করেছেন জনপ্রিয় ধারাভাষ্যকার।

রমিজ বলেন, নিজ দূর্গে খুবই শক্তিশালী দল ইংল্যান্ড। ঘরের মাঠে তাদের হারাতে হলে পেসারদের ভূমিকা রাখতে হবে। বোলিং আক্রমণ শক্তিশালী হতে হবে। এক্ষেত্রে আমি আমির, শাহীন ও হাসনাইনকে বেছে নিব। নতুন বলে ব্যাটসম্যানদের বিধ্বস্ত করতে সক্ষম হবে এ ত্রয়ী।

এখন পর্যন্ত একবারই বিশ্বকাপ জিতেছে পাকিস্তান, ১৯৯২ সালে। সেই বিশ্বকাপজয়ী দলের সদস্য ছিলেন রমিজ। প্রতি বলে বোলারদের উইকেট নেয়ার কথা বলেছেন তিনি। পাকিস্তানের স্মার্ট ক্রিকেট ব্যক্তিত্ব বলেন, ইংল্যান্ডে উইকেট তুলে নেয়া খুবই গুরুত্বপূর্ণ। সেরকমই বোলিং ইউনিট থাকা প্রয়োজন। সেই কন্ডিশনে কঠিন লাইনে বল করতে হবে। কারণ, ইংলিশ ব্যাটসম্যানরা দ্রুত পড়ে ফেলতে পারে।

সম্পর্কিত পোস্ট

Add Comment

অন্যান্য সংবাদ