ফের বিতর্ক

Post Iamge

Advertise

নির্মাণের শুরুতেই হলিউডের ‘আলাদিন’ ছবিটি নিয়ে বিতর্ক তৈরি হয়েছিল। প্রথমটায় ছবির নায়ক-নায়িকা বাছাই নিয়ে কটাক্ষ শুনতে হয়েছিল তাদের। এবার ফের এই ছবি নিয়ে ডিজনিকে পড়তে হল সমালোচনার মুখে। তবে, এবারের বিষয়টি নিয়ে নড়েচড়ে বসেছে নির্মাতারা। কারণ, এই সমালোচনা বা বিতর্কের সঙ্গে সরাসরিভাবে যুক্ত হয়েছে উইল স্মিথের নাম। এই ছবিতে জিনির ভূমিকায় অভিনয় করছেন তিনি। তবে অভিনয়ের জন্য সমালোচিত হননি স্মিথ। ‘আলাদিন’-এ একটি গানের দৃশ্যে নাচ করতে হয়েছে তাকে। উইল স্মিথের এই নাচ নিয়েই শুরু হয়েছে ব্যাপক সমালোচনা।
হলিউডি ছবিতে নাচ!- এমন বিস্ময়পূর্ণ প্রশ্ন তুলেছেন অনেকেই। হলিউডি ছবিতে সাধারণত নাচ-গান থাকে না। যেটুকু থাকে সেটাও চিত্রনাট্যের প্রয়োজনে। ‘আলাদিন’ ছবির চিত্রনাট্যের প্রয়োজনেই একটি নাচের দৃশ্যে থাকতে হয়েছে উইল স্মিথকে। আরবের গল্প অবলম্বনে তৈরি হয়েছে এই ছবির গল্প। তবে, ছবির গানে ও নাচে, কোনোটিতেই আরবের ছোঁয়া নেই। যেভাবে উইল স্মিথের নাচটির কোরিওগ্রাফি করা হয়েছে, এতে অনেকেই বিরক্ত। আর এ কারণে নেটিজেনের ট্রলের শিকার হতে হয়েছে হলিউড অভিনেতা উইল স্মিথকে। 
অনেকের মতে, এই নাচ বলিউডের থেকেও খারাপ। কেউ কেউ আবার এও লিখেছেন যে, স্কুলের অনুষ্ঠানে পড়–য়ারা যেভাবে নাচে, এটি তার থেকেও খারাপ। অন্য একজন লিখেছেন, আপনি গানের আওয়াজ বন্ধ করে গানটি দেখুন, মনে হবে কেউ একজন গাড়ি ধুচ্ছেন। কেউ তো আবার ওই গানের দৃশ্যের কোরিওগ্রাফির জন্য ‘আলাদিন’ পরিচালক গাই রিচির উপর সরাসরি তোপ দেগে মন্তব্য করেছেন, ম্যাডোনার সঙ্গে ৮ বছর বিবাহিত জীবন কাটানোর পরও নাচ-গান নিয়ে আপনার কোনো ধারণাই হয়নি।

সম্পর্কিত পোস্ট

Add Comment

অন্যান্য সংবাদ