ফের বদলালো টাইগারদের বিশ্বকাপ জার্সি

Post Iamge

Advertise

জার্সি নিয়ে এত কিছু! সবুজের ওপর লাল কেন নেই। এমন বিতর্কের মাঝে পরিবর্তন হয়েছিল বাংলাদেশের জার্সি। এ অবস্থায় থেমে যায় বিতর্কও। কিন্তু আবারও! বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিসিবি দ্বিতীয় দফায় বাংলাদেশ জাতীয় দলের বিশ্বকাপ জার্সি বদলের বিষয়টি নিশ্চিত করেছে।

নতুন জার্সিতে বুকের ওপর সবুজের ব্যাকগ্রাউন্ডে সাদা হরফে ‘বাংলাদেশ লেখা। তবে পেছনে খেলোয়াড়দের নাম সবুজের ওপর সাদা হরফেই লেখা আছে।

সোমবার বিশ্বকাপ জার্সি উন্মোচনের পরই বিতর্ক শুরু হয় ডিজাইন নিয়ে। জার্সিতে লাল রঙ না থাকায় ক্ষুব্ধ হন ক্রিকেটপ্রেমীরা। অনেকে ওই জার্সির সঙ্গে পাকিস্তানের জার্সির মিল খুঁজে পান। ভক্তদের সমস্ত ক্ষোভ গিয়ে পড়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডর ওপর।

বিতর্কের মুখে সোমবার রাতেই জার্সির ডিজাইন পরিবর্তনের কথা জানান বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপন।পরদিন মঙ্গলবার বিসিবির মিডিয়া কমিটির প্রধান জালাল ইউনুসও জানান, জার্সি পরিবর্তন করতে আইসিসির সাথে কথা বলবেন তারা।

এর মধ্যে এক দফা জার্সির পরিবর্তন আনা হয়। সেই ডিজাইনে হাতে লাল রঙ ফিরে আসে। বুকে লাল শেডের পাশাপাশি হাতাতেও ছিল লাল বর্ডার।
তবে সেই জার্সিতেও আবার বদল আনা হয়েছে। নতুন জার্সিতে হাতায় আর লাল শেড রাখা হয়নি।

সম্পর্কিত পোস্ট

Add Comment

অন্যান্য সংবাদ

নিউজলেটার জন্য সাবস্ক্রাইব করুন

আপনার ইনবক্সে সেরা খবর পেতে সাবস্ক্রাইব করুন । আমরা আপনাকে স্প্যাম করব না এবং আমরা আপনার গোপনীয়তাকে সম্মান করি।