ফারমার্স ব্যাংকের চিশতীর ছেলে রাশেদুলের জামিন

Post Iamge

Advertise

অর্থ পাচার মামলায় ফারমার্স ব্যাংক লিমিটেডের অডিট কমিটির সাবেক চেয়ারম্যান মো. মাহবুবুল হক চিশতী ওরফে বাবুল চিশতীর ছেলে রাশেদুল হক চিশতীর জামিন মঞ্জুর করেছেন আদালত।

রোববার ঢাকা মহানগর দায়রা জজ কেএম ইমরুল কায়েশ আসামির জামিনের এ আদেশ দেন।

এদিন রাশেদুল হক চিশতীর পক্ষে ঢাকা আইনজীবী সমিতির সাবেক সভাপতি কাজী নজিবুল্লাহ হিরু জামিন চেয়ে শুনানি করেন।

শুনানিতে তিনি রাশেদুল হক চিশতী অসুস্থ ও লিভার সমস্যায় ভুকছেন বলে আদালতকে জানান। অপরদিকে দুর্নীতি দমন কমিশনের (দুদক) পক্ষে আইনজীবী মাহমুদ হোসেন জাহাঙ্গীর জামিনের বিরোধিতা করেন।

উভয়পক্ষের শুনানি শেষে আদালত আসামির জামিনের ওই আদেশ দেন। আদালত সূত্র জানায়, গত বছরের ১০ এপ্রিল প্রথম দফায় চার দিন এবং ওই বছরের ১৯ এপ্রিল দ্বিতীয় দফায় আসামির দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। রিমান্ড শেষে ওই বছরের ১৮ এপ্রিল তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত। এরপর তিনি কারাগারে ছিলেন।

গত বছরের ১০ এপ্রিল দুপুরে দুদকের উপপরিচালক মো. সামছুল আলমের নেতৃত্বাধীন একটি দল রাজধানীর সেগুনবাগিচা থেকে রাশেদুল হক চিশতীসহ চার আসামিকে গ্রেফতার করে।

এর কিছু সময় আগে রাজধানীর গুলশান থানায় অর্থ পাচারের অভিযোগে ছয়জনকে আসামি করে মামলা দায়ের করে দুদক।

মামলায় ২৫টি ব্যাংক হিসাব খুলে ১৫৯ কোটি ৯৫ লাখ ৪৯ হাজার ৬৪২ টাকা স্থানান্তর ও শেয়ারিংয়ের মাধ্যমে হিসাবগুলোতে গ্রহণ ও নিজেদের (আসামিদের) নামে ব্যাংক শেয়ারের মূল্য পরিশোধের মাধ্যমে সন্দেহজনক লেনদেনের অভিযোগ আনা হয়।

আসামিদের বিরুদ্ধে মানি লন্ডারিং প্রতিরোধ আইনে মামলা হয়। দুদকের উপপরিচালক মো. সামছুল আলম মামলাটি তদন্ত করছেন।

সম্পর্কিত পোস্ট

Add Comment

অন্যান্য সংবাদ