ফণীর মূল অংশ আসেনি এখনো

ফণীর অগ্রভাগ এলেও মূল অংশ এখনো বাংলাদেশে প্রবেশ করনি। সকালের মধ্যে আসার পূর্বাভাস থাকলেও আসতে দুপুর অথবা বিকাল হয়ে যেতে পারে।
সাতক্ষীরার কয়রায় কর্মরত এক সাংবাদিক জানিয়েছেন সেখানে বৃষ্টিসহ বাতাস আছে কিন্ত প্রবল বাতাস এখনো শুরু হয়নি। ঝড়ের ভয়ের চেয়ে কয়রার মানুষ বেড়ি বাধ ভাঙ্গার ভয়ে আছেন।
আবহাওয়া অফিস জানিয়েছে, ইতোমধ্যে দুর্বল হয়ে গেছে ঝড়টি। ফণীর কেন্দ্রের গতিবেগ সর্বোচ্চ ৯০ কিলোমিটারেরর বেশি নয়। কখনো তা ৭০ র নিচে নেমে যাচ্ছে।
এটা বাংলাদেশের জন্য অত্যন্ত সুসংবাদ যে ফণী দুর্বল প্রকৃতির একটি ঝড় হয়ে প্রবেশ করবে বাংলাদেশে। ইতোমধ্যে গরম কেটে গেছে। বেশ ঠান্ডা বাতাস প্রবাহিত হচ্ছে। আবহাওয়া অফিস জানিয়েছে আজ তাপমাত্রা সর্বোচ্চ ৩ ডিগ্রি সেলসিয়াস কমে যেতে পারে।
মোংলা ও পায়রা বন্দর ও আশপাশের এলাকায় ৭ নম্বর বিপদ সংকেত বহাল রয়েছে। উপকূলীয় এলাকায় এবং অদুরবর্তি চর ও দ্বীপে ৫ ফুট উচ্চতায় জলোচ্ছাস ও জোয়ারের পানি ঢুকে পড়েছে।
Add Comment