প্লেব্যাকে মাহতিম শাকিব

Post Iamge

Advertise

প্রথমবারের মতো কোনো চলচ্চিত্রের গানে কন্ঠ দিলেন চলতি সময়ের মেধাবী সংগীতশিল্পী মাহতিম সাকিব। জাকির হোসেন রাজু পরিচালিত ‘মনের মতো মানুষ পাইলাম না’ চলচ্চিত্রে রোমান্টিক একটি গানে কন্ঠ দিয়েছেন তিনি। তার সঙ্গে দ্বৈত কন্ঠ দিয়েছেন খেয়া। গানটির সুর ও সংগীতায়োজন করেছেন শফিক তুহিন। শাকিব খান ও বুবলীর লিপে এখন  তুরস্কে গানটির দৃশ্যধারণ চলছে। দেশ বাংলা প্রযোজিত চলচ্চিত্রটি 
মুক্তি পাবে আগামী কোরবানী ঈদে। মাহতিম শাকিব বলেন, সুন্দর একটি গান গাইলাম। এর কথা, সুর ও সংগীতায়োজন আমার নিজের কাছে অনেক ভালো লেগেছে। আশা করছি শ্রোতাদেরও ভালো লাগবে। 
 

সম্পর্কিত পোস্ট

Add Comment

অন্যান্য সংবাদ