প্রথমবার নাটকে ইমরান-কণা

Post Iamge

Advertise

সময়ের জনপ্রিয় কণ্ঠশিল্পী ইমরান ও কণা। চলচ্চিত্রে এই জুটির বহু গান শ্রোতাদের মন কেড়ে নিয়েছে। আছে অডিওতেও বহু জনপ্রিয় গান।

কিন্তু নাটকের কোনো গানে এর আগে একসঙ্গে কণ্ঠ দেয়া হয়নি তাদের। দুজনের মনেই ছোট একটি আক্ষেপ ছিল। এবার সেই আক্ষেপ ঘুচে গেল। প্রথমবারের মতো নাটকের গানে কণ্ঠ দিলেন এ জুটি।

‘কথা দিলাম’ শিরোনামের গানটি ব্যবহৃত হয়েছে মাবরুর রশীদ বান্নাহর ঈদের বিশেষ ‘আঙুলে আঙুলে’ নাটকে। মোশনরক এন্টারটেইনমেন্ট প্রডাকশনের এই নাটকটি দেখা যাবে ধ্রুব টিভি’র ইউটিউব চ্যানেলে, এবারের ঈদে।

গানে বাড়তি আকর্ষণ হিসেবে থাকছেন তাহসান ও তিশা। তারা গানটিতে ঠোঁট মিলিয়েছেন। যেটি দর্শকদের আরও আকৃষ্ট করবে বলে ধারণা নির্মাতার। গানটির কথা লিখেছেন সুহৃদ সুফিয়ান আর সুর ও সংগীতায়োজনে আহমেদ হুমায়ুন।

এ বিষয়ে কণা বলেন, ইমরান গান জানা একজন শিল্পী। প্রথমবার ইমরান এবং আমি নাটকের গান গাইলাম, ভালো লাগছে। আমার বিশ্বাস শ্রোতাদেরও ভালো লাগবে।

গানটি প্রসঙ্গে ইমরান বলেন, ‘প্রথমবার আমি ও কণা আপু নাটকের গান করলাম। খুব জোশ একটা গান। ফুল এনার্জেটিক। শ্রোতা-দর্শকরা নতুন কিছু পেতে যাচ্ছে এ গানের মাধ্যমে।’

 

 

সম্পর্কিত পোস্ট

Add Comment

অন্যান্য সংবাদ

নিউজলেটার জন্য সাবস্ক্রাইব করুন

আপনার ইনবক্সে সেরা খবর পেতে সাবস্ক্রাইব করুন । আমরা আপনাকে স্প্যাম করব না এবং আমরা আপনার গোপনীয়তাকে সম্মান করি।