প্রতিশোধপরায়ণ মারজুক

Post Iamge

Advertise

মাত্র ৬৫০ টাকার জন্য নিজের প্রেমিকার সামনে অপমানিত হন মারজুক রাসেল। প্রেমিকা তার চলে যায়। বিষয়টি মেনে নিতে পারেন না মারজুক। প্রতিশোধ পরায়ণ হয়ে উঠেন। বদরাগী মারজুকের প্রতিশোধের পদ্ধতি আবার অন্যরকম। প্রতিশোধ নিতে ৬/৭ জন মোটা মানুষ ফ্রিতে ঢাকা শহর ঘুরাবেন তিনি। এমন গল্প নিয়েই পরিচালক হিমু আকরাম নির্মাণ করেছেন নাটক ‘মাই নেম ইজ জনি’। এর নাম ভূমিকায় অভিনয় করেছেন মারজুক রাসেল। ঈদে নাটকটি চ্যানেল আইতে প্রচার হবে। 
 

সম্পর্কিত পোস্ট

Add Comment

অন্যান্য সংবাদ