পাসওয়ার্ডে মুগ্ধ বুবলী

ঈদের ছবি ‘পাসওয়ার্ড’। আগাম ঘোষণা সেটাই বলে। মালেক আফসারি পরিচালিত এ ছবিতে ঢাকাই ছবির সেরা নায়ক শাকিব খানের বিপরীতে অভিনয় করেছেন চিত্রনায়িকা বুবলী। এটি তার ক্যারিয়ারের আট নাম্বার ছবি।
এর আগে সাতটি ছবিতে অভিনয় করেছেন তিনি। মুক্তির পর সব ছবিই ব্যবসাসফল। অভিষেকের পর থেকে কোনো নায়িকার টানা ব্যবসাসফল ছবির রেকর্ডও বুবলীর দখলে। তাই ‘লাকি সেভেন’-এর পর ‘পাসওয়ার্ড’-কে সেরা ছবি হিসেবেই মানছেন।
এ ছবিতে অভিনয় করে মুগ্ধ বলে জানিয়েছেন বুবলী। এ ছবিতে অভিনয় প্রসঙ্গে তিনি বলেন, ‘এটা সত্যি যে আমরা যারা ছবিতে অভিনয় করি ভীষণ ভালোলাগা নিয়েই কাজ করি। প্রত্যেকটি ছবিই আমাদের পছন্দের কাজ হিসেবে বিবেচিত হয়। পাসওয়ার্ড নিয়ে আগাম কিছু বলতে চাই না।
দর্শকদের শুধু বলব, আপনারা সিনেমা হলে গিয়ে পাসওয়ার্ড উপভোগ করুন। আমার মতোই মুগ্ধতা নিয়ে বাড়ি ফিরবেন।’ প্রসঙ্গত, বুবলী অভিনীত ছবিগুলো হচ্ছে- ‘ক্যাপ্টেন খান’, ‘বসগিরি’, ‘শুটার’, ‘অহংকার’, ‘রংবাজ’, ‘সুপার হিরো’ ও ‘চিটাগাইঙ্গা পোয়া নোয়াখাইল্যা মাইয়া’।
Add Comment