পাকিস্তান আইএমএফের কাছ থেকে ৬০০ কোটি ডলার পাচ্ছে

Post Iamge

Advertise

আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) কাছ থেকে ৬০০ কোটি ডলার অর্থ সহায়তা নিতে যাচ্ছে পাকিস্তান।

তবে এ ক্ষেত্রে এখনও আইএমএফের ব্যবস্থাপকদের অনুমতি লাগবে।খবর বিবিসির।

অর্থনৈতিক সংকট দূর করতে আগামী তিন বছরে পাকিস্তানকে এ আর্থিক সহায়তা দেয়া হবে। কয়েক মাস ধরেই এ বিষয়ে দুপক্ষের আলোচনা চলেছে।

বৈদেশিক মুদ্রার রিজার্ভ কম থাকায় এবং প্রবৃদ্ধি কমে যাওয়ায় বড় ধরনের অর্থনৈতিক সংকটে পাকিস্তান।

এক বিবৃতিতে আইএমএফ জানায়, নিষ্প্রভ প্রবৃদ্ধি, উচ্চ মূল্যস্ফীতি সমস্যা, ঋণে জর্জরিত ও আন্তর্জাতিক অর্থনীতিতে নাজুক পাকিস্তান একটি চ্যালেঞ্জিং অর্থনৈতিক অবস্থার মধ্যে আছে।

সংস্থাটি জানায়, এই অর্থ সহায়তা কর্মসূচি ব্যবসায়িক পরিবেশের উন্নতি, আর্থিক প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী করা এবং সামাজিক ব্যয় রক্ষা করার মাধ্যমে শক্তিশালী প্রবৃদ্ধি অর্জনের লক্ষ্যে কর্তৃপক্ষকে কৌশলগত সহায়তা দেবে।

তবে সবসময়ই কঠোর শর্তে ঋণ দিয়ে থাকে আইএমএফ। আইএমএফের নতুন তহবিল প্রধানমন্ত্রী ইমরান খানের কল্যাণমূলক রাষ্ট্র গড়ার ক্ষেত্রে অন্যতম বাধা হতে পারে বলে সতর্ক করেছেন বিশ্লেষকরা।

গত বছরের আগস্টে পাকিস্তানের ২২তম প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করেন সাবেক ক্রিকেটার ও পিটিআই–প্রধান ইমরান খান।

সম্পর্কিত পোস্ট

Add Comment

অন্যান্য সংবাদ