নেইমারের গোলে পিএসজির রক্ষা

Post Iamge

Advertise

ফরাসি লীগ ওয়ানে নেইমারের গোলে রক্ষা প্যারিস সেন্ট জার্মেইর (পিএসজি)। শনিবার ঘরের মাঠ পার্ক দেস প্রিন্সেস স্টেডিয়ামে ওজিসি নিসের সঙ্গে ১-১ গোলে ড্র নিয়ে মাঠ ছাড়ে পিএসজি। শেষ সাত ম্যাচে মাত্র এক জয় পেয়েছে জার্মান কোচ টমাস টুকেলের দল।
আক্রমণ পাল্টা আক্রমণে গোল শূন্য শেষ হয় ম্যাচের প্রথমার্ধ। তবে বিরতির থেকে ফিরেই গোল হজম করে পিএসজি। ম্যাচের ৪৬তম মিনিটে পিএসজির জাল কাঁপান ক্যামেরুনিয়ান ফরোয়ার্ড ইগনাটিয়াস গানাগো। ম্যাচের ৬০তম মিনিটে নিসের ডিবক্সের ভিতরে ফাউলের শিকার হন অ্যাঙ্গেল ডি মারিয়া। তাতে পেনাল্টি বাঁশি বাজান রেফারি। স্পট কিক থেকে গোল করে পিএসজিকে সমতায় ফেরান ব্রাজিলিয়ান তারকা নেইমার।তবে ম্যাচের শেষ দিকে জয়ের সুযোগ পেয়েছিল পিএসজি। কিন্তু তা কাজে লাগাতে পারেনি এডিসন কাভানি। ম্যাচের ৮৭তম মিনিটে ডি-বক্সের ভিতরে নেইমার ফাউলের শিকার হলে পেনাল্টি পায় পিএসজি। কাভানির পেনাল্টি শটটি ফিরিয়ে দেন নিসের আর্জেন্টাইন গোলরক্ষক ওয়াল্টার রাফায়েল বেনিতেজ। আগামী ১১ তারিখ লীগ ওয়ানের ম্যাচে অ্যানগার্সের বিপক্ষে মাঠে নামবে পিএসজি।

সম্পর্কিত পোস্ট

Add Comment

অন্যান্য সংবাদ

নিউজলেটার জন্য সাবস্ক্রাইব করুন

আপনার ইনবক্সে সেরা খবর পেতে সাবস্ক্রাইব করুন । আমরা আপনাকে স্প্যাম করব না এবং আমরা আপনার গোপনীয়তাকে সম্মান করি।